ইদানিং শুঁয়োপোকা
হতে বড্ড সাধ হয় !
শুঁয়োপোকা, প্রথম জীবনে
কাইটিন ঢালা খোলসে মোড়া থাকলে ও
পরের জীবনে রঙ ঢালা প্রজাপতির ডানা তারই হয়
তাই প্রথম জীবনে আমি শুঁয়োপোকা
হলে ও
পরের জীবনে আমাকে তোমার আক্ষেপ হতে হবে না !!
কিন্তু তাতেও
ভয় !!
তোমার আক্ষেপ না হয়ে,
যদি তোমার অহংকার হয়ে বসি, তখন !!?
তখন তো এই বর্তমানটার আবার নতুন একটা পুনরাবৃত্তি ঘটবে !!
আবার নতুন একটা পুনরাবৃত্তি ঘটবে !
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন