Lyrics              :        আপন মানুষ চেনা বড় দায় / Apon Manush Chena Boro Daay 
Writer              :        জসিম উদ্দিন আকাশ
Singer             :        সুকুমার বাউল
Album             :        মিথ্যে প্রেমের গান (মুভি)
Released        :        

বাংলাদেশের জনপ্রিয় বাউলশিল্পী সুকুমার বাউলের গাওয়া ‘আপন মানুষ চেনা বড় দায়’ গানটির লিরিক লিখেছেন জসিম উদ্দিন আকাশ। বাংলা ফোক ধাচের এ গানটির মিউজিক কম্পোজিশনে ছিলেন এএইচ তুর্জ।
আপন মানুষ চেনা বড় দায় || সুকুমার বাউল / Apon Manush Chena Boro Daay Lyrics
আপন মানুষ চেনা বড় দায় || সুকুমার বাউল / Apon Manush Chena Boro Daay Lyrics


আপন মানুষ চেনা বড় দায় || সুকুমার বাউল

আপন মানুষ চেনা বড় দায় গানের বাংলা লিরিক

Apon Manush Chena Boro Daay Lyrics in Bengali:


আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 
আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 
চাইলে তারে যায় না ভোলা
বুকের ভিতর কষ্টের মেলা 
চাইলে তারে যায় না ভোলা
বুকের ভিতর কষ্টের মেলা 
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায় 
আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 
আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 


বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাঁই
ঝড় বাদলে কাটায়রে সেই ঘরের দরজায় 
পারে না সে ছাড়তে মায়া 
ছাড়ে না ঠিকানা 
আমি হলাম পথের পথিক 
পথেই ঠিকানা 

সময় সুযোগ পেলে মানুষ 
শুধুই বদলে যায় 
শুধুই বদলে যায় 
আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 
আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 

স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন
সুখে থেকো ভালো থেকো করবো না বারন 
মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা 
আমি হলাম পথের পথিক সবই আমার চেনা 

কারনে অকারনে মানুষ সহজে বদলায়
সহজে বদলায় 
আপন মানুষ চেনা বড়ই দায় রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 
চাইলে তারে যায় না ভোলা
বুকের ভিতর কষ্টের মেলা 
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায় 
আপন মানুষ চেনা বড়ই দায় রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 
আপন মানুষ চেনা বড়ই দায়রে 
আপন মানুষ বোঝা বড়ই দায় 


Bengali Folk Song Apon Manush Chena Boro Daay Song Details:

Song: Apon Manush Chena Boro Daay
Singer: Sukumar Baul
Lyricist: Jashim Uddin Akash
Composer:  Ah Turjo
Music Label: BD29 Multimedia
Album :  Bengali Folk Song
Release On :  2022-03-24


Apon Manush Chena Boro Daay Lyrics in English:


Apon manush chena boroi daay re
Apon manush bojha boroi daay
Chaile taare jaay na bhula
Buker vetor koster mela
Apon manush sobcheye beshi
Apon ke kanday


Babui pakhi ghor bandhile 
hoy na ghore thai
Jhor badole katay re 
sei ghorer dorjay
Parena se charte maya
Chare na thikana
Ami holam pother pothik
Pothei thikana
Somoy sujog pele manush
Shudhui bodle jaay

Apon Manush Chena Boro Daay | আপন মানুষ চেনা বড় দায় | Sukumar Baul | Bangla New Song 2022 | BD Song





কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন