Lyrics : সরি দীপান্বিতা / Sorry Dipannita
Writer : স্বরাজ দেব / Swaraj Dev
Singer : তারিফ এবং সিফাত / Tarif & Shifat
Album : সরি দীপান্বিতা (নাটক)
Released :
বাংলাদেশের বহুল ভাইরাল ‘সরি দীপান্বিতা’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন গীতিকার ও পরিচালক স্বরাজ দেব। এ গানটি ১০ বছর আগে নির্মান করা ‘সরি দীপান্বিতা’ নামের একটি নাটকে ব্যবহার করা হয়েছে। ব্যপক জনপ্রিয় এ গানটি গেয়েছেন তারিফ এবং সিফাত নামের দুজন শিল্পী। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
সরি দীপান্বিতা || স্বরাজ দেব
Sorry Dipannita Lyrics / সরি দীপান্বিতা লিরিক
Sorry Dipannita Lyrics in Bengali:
সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে
আমি তখন যোজন দূরে
একাকি সঙ্গি মৌনতা
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন
অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা
সমান্তরাল পথের বাকে
তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা
তুমি নীলাকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ
কোন সে জাদুতে কে জানে!
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা
অশান্ত মন বোঝাই কাকে
হারিয়ে চাইছি তোমাকে
হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা
নদীর শেষে আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে দীপান্বিতা
শোননা রূপসী তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসি প্রেয়সী
না না না
জীবনের গলিতে এ গানের কলিতে
চাইছি বলতে ভালবাসি
চোখের জলেরই আড়ালে,
খেলা শুধুই দেখেছিলে
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যে-বোঝনি তা
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে- লুকোনো কথা
ইটপাথরের এ শহরে
গাড়ি বাড়ির এ বহরে
খুজছে এ মন ভীষণ করে দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভিড়ে
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালবাসা দীপান্বিতা!
Sorry Dipannita By Tarif and Shifat
Sorry Dipannita Song Details:
Song: Sorry Dipannita
Singer: Tarif and Shifat
Lyric: Swaraj Dev
Music Composer: Shakhawat Ornok
Music Label: Tiger Media
Sorry Dipannita Lyrics in English:
Somoy Jokhon Morur Jhore
E Mon Haray Kemon Kore
Ami Tokhon Jojon Dure
Ekaki Songi Mounota
Akash Jokhon Adhar Vishon
Ek Fota Jol Cheyeche Mon
Obohelay Opomane Peyechi Rikto Shunnota
Somantoral Pother Bake
Tomar POther Disha Thake
She Disha Khoje Tomake Dipanniat
Gacher Sobuj Patar Faake
Tomar Chowa Mishe Thake
She Chowa Khoje Tomake Dipannita
Tumi Nill Akash Aapon Korecho
Hothat Kon Kale Ke Jane
Shopno Shimana Chuye Diyecho
Kon She Jadute Ke Jane
Ami Chilam Tomar Pashe
Tomar Akash Valobeshe
She Bishale Khujechi Ektuku Thai
Taw Mele Ni ta
Hothat Jokhon Chutir Khela
Meghe Meghe Onek Bela
Tokhon Shei Krantikaler Dhumrojale Khujcho Je Britha
Oshanto Mon Bojhai Kake
Hariye Chaichi Tomake
Hatchani Diye Je Dake Sritir Pata
Nodir Sheshe Akash Nile
Shopnogulo Dhele Dile
Tara Bole Shobai Mile Dipannita
Shonona Ruposhi Tumi Je Sreyoshi
Ki Vishon Udashi Preyoshi
Na Na Na Na Na Na
Jiboner Golite E Ganer Kolite
Chaichi Bolte Valobashi
Chokher Joleri Aarale
Khela Shudhui Dekhechile
Jontronari Agun Nile
Purechi Je Bojhoni Ta
Ovimane Chupti Kore
Eshechi Tai Dure Shore
Bojhate Cheyew Parini
Tai Bojhate Lukono Kotha
It Pathorer Shohore
Gari Barir E Bohore
Chaiche E Mon Vishon Tore Dipannita
Jibon Jokhon Thomke Daray
Shopno Gulo Drishti Charay
Trishna Buker Drishti Haray Dipannita
Kolponari Akash Jure
Nana Ronger Loker Vire
Du Chokh Bujew Shopno Nire Dipannita
Tumi Amar Chokher Vasha
Tumi Amar Shukher Nesha
Tumi Amar Valobasha Dipannita
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
i love this song so... much
উত্তরমুছুনBeautiful and nice song thank you
উত্তরমুছুনLove this for দিপান্নিতা
উত্তরমুছুনআমি রিজন
উত্তরমুছুনআমার প্রথম প্রেমিকার মুখে এই গান শুনে আমি তার প্রেমে পড়েছিলাম কি অসাধারণ গান মনে প্রেম জাগিয়েছিল আমায়🌸🥰
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন