এভাবে সাঁঝের মায়া সাঙ্গ করে,
হেঁটেছি নিশীথ নৈশব্দের নক্ষত্রের পথ ধরে,
ব্যথার রণক্ষেত্র রচনা করেছি অক্ষরে অক্ষরে !!
ভুল পাঠকের,
নিপুণ করতালিতে,
হয়েছি কবি !
দুঃখিত !
তোমার জন্য অবশিষ্ট কেবল
আর্তনাদের ছবি !
হেঁটেছি নিশীথ নৈশব্দের নক্ষত্রের পথ ধরে,
ব্যথার রণক্ষেত্র রচনা করেছি অক্ষরে অক্ষরে !!
ভুল পাঠকের,
নিপুণ করতালিতে,
হয়েছি কবি !
দুঃখিত !
তোমার জন্য অবশিষ্ট কেবল
আর্তনাদের ছবি !
একটি মন্তব্য পোস্ট করুন