বেওয়ারিশ কুহকের চোখে নিঃস্পৃহ ললনা,
বিপন্ন স্পৃহার বিপরীতে ইন্দ্রের যন্ত্রণা !
মিথ্যে স্পন্দন ! সুপ্ত যাতনা !

নেই ! কিছুই নেই !
শুধুই !
কুহকের প্রতিবিম্বে লাঞ্ছনা !

তবুও মনে হয় কে যেন ডাকে অদূর হতে,
অস্পষ্ট স্বরে ! অনিত্য চিত্তে !

অতঃপর ,
স্বপ্ন ভাঙ্গে নৈঃশব্দ্যের ঘোরে,
অবরুদ্ধ নোনা জলে !
ভেসে যায় শূন্য ঘরে !
অপূর্ণ সময়ে !

Post a Comment

নবীনতর পূর্বতন