মিথ্যে কথার শহরে
এখন অবিশ্বাসের বাধ্যবাধকতা
বাতাসের ললাটে
করিডোর হতে ক্যারোটে ।

খোপার ফুল খুলে
ওর সব করে ভুল
টিএসসির ধুলোয় উড়ে
বেওয়ারিস রমনীর চুল

রঙের ক্ষেতে ঘুণ ধরেছে
প্যাকেটের দাম বেড়েছে
শহর এখন
অসভ্য হতে শিখেছে !!

Post a Comment

নবীনতর পূর্বতন