মিথ্যে কথার শহরে
এখন অবিশ্বাসের বাধ্যবাধকতা
বাতাসের ললাটে
করিডোর হতে ক্যারোটে ।
খোপার ফুল খুলে
ওর সব করে ভুল
টিএসসির ধুলোয় উড়ে
বেওয়ারিস রমনীর চুল
রঙের ক্ষেতে ঘুণ ধরেছে
প্যাকেটের দাম বেড়েছে
শহর এখন
অসভ্য হতে শিখেছে !!
এখন অবিশ্বাসের বাধ্যবাধকতা
বাতাসের ললাটে
করিডোর হতে ক্যারোটে ।
খোপার ফুল খুলে
ওর সব করে ভুল
টিএসসির ধুলোয় উড়ে
বেওয়ারিস রমনীর চুল
রঙের ক্ষেতে ঘুণ ধরেছে
প্যাকেটের দাম বেড়েছে
শহর এখন
অসভ্য হতে শিখেছে !!
একটি মন্তব্য পোস্ট করুন