গল্প               :         রক্তখেকো
গল্পকার          :         শাহাদাত রাসএল
গ্রন্থ                :         জীবন এক সুস্বাদু হেমলক
প্রকাশকাল       :         
রচনাকাল         :         

তরুণ লেখক শাহাদাত রাসএল'র “রক্তখেকো” শিরোনামের এই ছোট গল্পটি তার 'জীবন এক সুস্বাদু হেমলক' গল্পগ্রন্থ থেকে নেয়া হয়েছে। তবে এ গল্পটি রচনার সময়-কাল ও অবস্থান এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
রক্তখেকো || শাহাদাত রাসএল
রক্তখেকো || শাহাদাত রাসএল

রক্তখেকো || শাহাদাত রাসএল


মনে করুন আপনি আপনার বাড়িতে কিছু মুরগী পোষেন। মাঝেমধ্যে বাড়ির পাশের জঙ্গল থেকে শিয়াল এসে আপনার মুরগী খেয়ে ফেলে। শিয়ালের হাত থেকে মুরগী রক্ষা করতে আপনি একটা কুকুর পোষতে শুরু করলেন। মাঝেমধ্যে মাঝরাতে বাড়িতে শিয়াল মুরগী চুরি করতে এলে আপনার দায়িত্বশীল কুকুর সেই শিয়ালকে আঁচড়ে কামড়ে তাড়িয়ে দেয়। এভাবে শিয়ালের কিছুটা রক্ত মাংস আপনার কুকুরের দাঁতে লেগে যায়। আর আস্তে আস্তে কুকুরটি রক্ত মাংসের লোভে পড়ে যায়। কুকুরের হামলায় শিয়াল মরতে থাকে। আপনি কুকুরের দায়িত্বশীল আচরণে আনন্দে বাকবাকুম।

একদিন দেখা গেলো আপনার বাড়ির পাশের জঙ্গলে আর কোন শিয়াল নেই। কিন্তু মাংস আর রক্তের নেশায় আপনার কুকুরটা সারাদিন এদিকসেদিক শিয়াল খুজে বেড়ায়। কিন্তু খাবার মতো রক্ত মাংসের শিকার খুজে পায়না। কিন্তু দিনদিন মাংস আর রক্তের নেশায় পাগল হয়ে যায় আপনার আদরের কুকুর।

একদিন মাঝরাতে আচমকা আপনার ঘুম ভেঙ্গে গেলে আপনি টের পেলেন আপনার বুকের উপর কেউ চেপে বসেছে। উঠতে গিয়ে দেখলেন আপনার আদরের কুকুর আপনার বুকের উপর বসে নখ আর দাঁত কেলিয়ে হিংস্র আওয়াজ করছে। আপনি আতংকে চিৎকার করে বলছেন "আমি তোর মালিক"।
আপনার আদরের কুকুর দাত কিড়মিড় করে চিৎকার করে বললো, "তুই একটা শিয়াল"।
আপনি জীবন বাঁচাতে কাঁদতে কাঁদতে চিৎকার করছেন "আমি তোর মালিক"।
কুকুর রক্ত আর মাংসের নেশাকে জায়েজ করতে চিৎকার করছে, "না তুই আমার মালিক না। তুই একটা শিয়াল"।

লেখক সংক্ষেপ

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন