কবিতা : বেশ্যা আমি
কবি : সায়মা টুনি
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ১১ ফেব্রুয়ারি, ২০২৩ইং
তরুণ লেখিকা সায়মা টুনির “বেশ্যা আমি” কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তিনি এটি ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারী লিখেছেন।
![]() |
বেশ্যা আমি || সায়মা টুনি |
বেশ্যা আমি || সায়মা টুনি
বেশ্যা, বেশ্যা আমি।
আমার জন্ম কী আনন্দে হয়েছিল,
আমার জন্ম কী আমার নিজের থেকে হয়েছিল!
আমি তো তোমাকে ভালোবেসে ছিলাম নিঃস্বার্থভাবে ...
আমার চাওয়া পাওয়ার তো কিছু ছিল না।
তবে কেন? এমন হল!
তোমার কাছে ছুটে গিয়েছিলাম ভালোবাসার দাবীতে।
অথচ, দেখো তুমি আমাকে কিসে পরিণত করলে।
বেশ্যা আমি, বেশ্যায় জন্ম নিলাম।
আমরা বেশ্যা ...
তাই বলে কী আমাদেরকে অপমান করবে তোমরা,
একবারও কী গভীরভাবে ভেবে দেখেছো ...
আমাদের জন্মটা কোথা থেকে হলো?
আমাদের জন্মটা কেন হলো!
কিসের কারণে আমাদের আজ এই পদবী গ্রহণ করতে হলো।
ভালোবাসা চেয়েছিলাম তোমাদের কাছে,
তিরস্কার করলে, অপমান করলে, অপবাদ দিয়ে সমাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিলে।
তাই তো আজকে পেটের দাবীতে,
নয়ত বেঁচে থাকার তাগিদে,
বেশ্যাই হয়ে গেলাম।
বেশ্যা আমি,
বেশ্যার জন্মটা কী আমার!
খুব আনন্দে হয়েছিল ...
লেখক সংক্ষেপঃ
কোন এক বছরের ডিসেম্বরের ২১ তারিখে ঢাকায় জন্মগ্রহণ করেন তরুণ কবি সায়মা টুনি। তিনি ব্যক্তিগত জীবনে এক সন্তানের মা। সেই সন্তানকে ঘিরে আবর্ত তার পৃথিবী। এছাড়া তার সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন