উপন্যাস        :         একটি নির্জন প্রহর চাই
লেখিকা         :         মৌসুমি আক্তার মৌ
গ্রন্থ               :          একটি নির্জন প্রহর চাই
প্রকাশনা       :          নবকথন প্রকাশনী 
প্রকাশকাল   :          বইমেলা ২০২৩
রচনাকাল     :         ৫ সেপ্টেম্বর, ২০২২ ইং

লেখিকা মৌসুমি আক্তার মৌ’র “একটি নির্জন প্রহর চাই” শিরোনামের এই ধারাবাহিক উপন্যাসটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে। ‘কবিয়াল’ পাঠকদের জন্য উপন্যাসটি পর্ব আকারেই প্রকাশিত হবে। লেখিকা অনবদ্য এ উপন্যাসটি তার ফেসবুক পেজে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর থেকে লেখা শুরু করেছেন।
একটি নির্জন প্রহর চাই || মৌসুমি আক্তার মৌ
একটি নির্জন প্রহর চাই || মৌসুমি আক্তার মৌ 

১ম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন

একটি নির্জন প্রহর চাই || মৌসুমি আক্তার মৌ (পর্ব - ২)


নিজের দেবরের স্হানে ওশান কে দেখে যতটা আশ্চর্য হয়েছি ততটা আশ্চর্য আমি নিজের বরের স্হানে রোশান স্যার কে দেখেও হইনি।জীবন সিনেমার থেকেও ভয়াবহ,কঠিন,মর্মান্তিক,নাটকীয়।একটা মানুষ এর ভাল মানুষের আড়ালে এতটা কুৎসিত রুপ ও থাকতে পারে বুঝি।অতিচেনা মানুষের কুৎসিৎ রুপ সামনে আসার থেকে বোধহয় না আসাটাই বেটার তাহলে মিথ্যা করে হলেও ভাল থাকাতো যায়।সমস্ত শরীর আমার অসড়, অবস হয়ে আসছে।বুকের মাঝে দুরুম দুরুম করছে।কখনো কি ভেবেছিলাম ওশান কে কখনো বিবাহিত রুপে বাচ্চাসহ দেখব।সমস্ত শরীর আমার কেমন অস্হির হয়ে উঠেছে।ইচ্ছা করছে এখনি গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ের স্যান্ডেল খুলে মন মতো জু'তাপি'টা করি।পৃথিবীর কোনো শাস্তিই কম নয় ওশানের জন্য।আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি।
এরই মাঝে রোশান স্যার গম্ভীর আর রাগী কন্ঠে ওনার আম্মাকে ডাকলেন, 'আম্মা।'
রোশান স্যারের ডাকটা এতটাই ভয়াবহ ছিলো যে রওশন সিদ্দিকী ভীলার প্রতিটা ইট পাথর ও যেনো কেঁপে উঠল।
আতিয়া পারভীন ছেলের হুংকারে ছুটে এসে ভ'য় ভ'য় মুখে এসে বললেন,
'কি হয়েছে বাবা।তুমি ঘর ছেড়ে বাইরে কেনো?'
রোশান স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন,
'আম্মা তোমার ছেলেকে লাস্ট বারের মতো একটা কথা ক্লিয়ার এন্ড ক্লিয়ারলি জানিয়ে দাও ওকে তরির সঙ্গেই ঘর সংসার করতে হবে।তা না হলে যেনো ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো।তরীর সাথে কোনো অন্যায় আমি মেনে নিবো না।আর এটা আমার ফাইনাল কথা।'
ওশান কে দেখে ওশানের আম্মাকে দেখে মনে হচ্ছে রোশান স্যার কে সবাই ভ'য় পায়।কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছেনা।ওশান মাথা নিচু দিকে তাকিয়ে বলল,
'ভাইয়া জোর করে আর কত ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে।ও একটা আনকালচার,অশিক্ষিত।ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করেনা।'
রোশান স্যার থমথমে মুডেই বললেন,
'আর কত মানে?যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ।বিয়েকে কি ছেলেখেলা পেয়েছো তুমি।আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেনো?আনসার মি! তোমার কি স্বামি হিসাবে দায়িত্ব ছিলো না তোমার ওয়াইফ কে শিক্ষিত করা।'
'কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শেখাবো।ওই অশিক্ষিতর সাথে আমার পক্ষে কোনো ভাবেই থাকা সম্ভব নয়।'
'তরী কেনো লেখাপড়া শিখতে চায়নি গড নোজ।বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো।মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার।নেক্সট যদি আমার সামনে কখনো পড়ে তুমি তরীর সাথে কোনরুপ বাজে ব্যাবহার করেছো ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস তরীর হয়ে আমি দিবো।'
'ভাইয়া আজ কিন্তু আমার কোনো দোষ ছিলো না।আমি সারাদিন কোথায় ছিলাম,কেনো তোমার বিয়েতে উপস্হিত হতে পারিনি সেটা নিয়ে জেরা করছিলো।আমি তো বলেই ছিলাম এক বন্ধুর মা মারা গিয়েছে।'
'তোমার ওয়াইফ হিসাবে সে রাইট ওর আছে।আর যদি একটা সাউন্ড শুনি আমি এ বাড়ির মানুষ সহ সব কিছুতে আগুন জ্বা'লি'য়ে দি'বো।আমি ক্লান্ত ঘুমোবো।'
আতীয়া পারভীন ওশান কে ফিসফিস করে বলছে, 'আজ না কতবার নিষেধ করেছি, বাড়িতে যেনো টু শব্দ হয়না।আজ তোমার ভাইয়ার বিয়ের দিন।অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি।দিন টা নষ্ট না করলে হচ্ছিলো না।'
'আম্মা যা বলার তরীকে বলো। '
আতিয়া পারভীন তরীর কাছে গিয়ে দাঁত কিড়মিড় করে বলল, 'আর তুমিও আছো তরী।সব কিছুতে বাড়াবাড়ি না করলে হয়না।'
রোশান স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন, 'আম্মা তরীকে কিছু বলবে না। '
এতক্ষণ তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়ল রোশান স্যার এর যে মুড নিজের ভাইয়ের সাথে নাটক করলে তো আমার সাথে পূর্ণদৈর্ঘ বাংলা ছায়াছবি করবেন।আল্লাহ এই বেটা বুইড়া খাটাস তো কলেজের থেকে তিনগুন তেজী নিজের বাড়িতে।সারাহ তোকে ভেঙে পড়লে হবেনা।তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবেনা।এই তেজী মানুষ কে তুই ভ'য় পেলে আরো পেয়ে বসবে।সে যদি বুনো ওল হয় তোকে বাঘা তেতুল হতে হবে।মনে মনে কি কি বলব কিভাবে ওনার সাথে তর্ক করব কিভাবে ঝগড়া করব সব কিছু প্রাক্টিস করে নিলাম।শুধু আমাকে একবার কিছু বলুক আমিও শুনিয়ে দিবো আগেকার যুগের শিক্ষক রা ছিলেন পিতার বয়সী আর এখনের শিক্ষক রা লুচু নাম্বার ওয়ান যুগ আপডেট হয়ে তারা হয়ে গিয়েছে বরের মতো।ওশান স্যার দরজার কাছে এগিয়ে আসতেই আমি হুড়মুড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে যেতেই পায়ের নিচে শাড়ি পড়ে হুমড়ি খেয়ে পড়লাম।মানে কি! এসব কি হচ্ছে আমার সাথে।বাসর ঘরে নিজের বরের সামনে কোনদিন কোনো মেয়ে আছাড় খেয়েছে!না খায় নি তো তাইনা?এই অসাধ্য সাধন করে আছাড় টা আমাকেই খেতে হলো।দুনিয়ার যতসব উদ্ভট কাজ আমার দ্বারাই সম্ভব।রোশান স্যার দ্রুত এগিয়ে এসে বললেন, 'একি পড়লেন কিভাবে?ইস কি সর্বনাশ।লাগেনিতো কোথাও।'
আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি, একদম ই উঠছিনা। জাস্ট ইমেইজিন আপনি বাসর ঘরে বরের সামনে আছাড় খেয়েছেন।দেখবেন এর থেকে বাজে লজ্জাকর অবস্থা আর নেই।
রোশান স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন।আমি মুখে হাত দিয়ে উঠলাম।মুখ ঢেকে রেখেছি কিভাবে উনাকে ফেস করব বুঝতে পারছিনা।রোশান স্যার আমার মুখে হাত দেওয়া দেখে বললেন,
'দেখি নাকে ব্যাথা পেয়েছেন।'
বলেই আমার মুখ থেকে হাতটা সরালেন।আমি যে ওনাকে আগেই দেখে ফেলেছি এটা বুঝতে দেওয়া যাবেনা।উনাকে দেখে আকাশ থেকে পড়েছি,বিশাল অবাক হয়েছি এমন একটা ভাব করতে হবে।আমার মুখ থেকে হাত টা সরানোর সময় আমি একদম চোখ মুখ খিচে বন্ধ করে রইলাম।আস্তে আস্তে চোখ পিট পিট করে তাকানোর চেষ্টা করলাম।উনি ভয়ানক মুডে তাকিয়ে আছেন আমার মুখের দিকে।মনে হচ্ছে উনার জীবনের অপছন্দীয় কাউকে দেখছেন।এবার আমিও পুরো খুলে তাকালাম।একই সাথে দুজনে উচ্চারণ করলাম উনি বললেন, 'তুমি?'
আর আমি বললাম, 'আপনি?'
এবার রোশান স্যার সাথে সাথে হাত কপালে চালিয়ে দিয়ে বললেন,
'ওহ শীট! শেষ পর্যন্ত কিনা তোমার মতো একট অসভ্য মেয়ে জুটল আমার কপালে।'
'শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বুইড়া জুটল।কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো।'
উনি তীব্র বিরক্তি নিয়ে বললেন,
'আমার মতো মানে?হোয়াট ডু ইউ মিন। আর পাপ তুমি করবে কেনো?পাপ আমি করেছিলাম নিশ্চিত না হলে আমার কপালে এমন অসভ্য,বেয়াদব মেয়ে জোটে।'
'দেখুন এটা আপনার ক্লাসরুম না যে এখানে ভদ্রতা শেখাবেন।তাই ভুলেও আমাকে আসভ্য টসভ্য বলবেন না।এটা আমি একদম সহ্য করব না।'
'ক্লাস রুমে তো পেছনের বেঞ্চে বসে এমন ভাবে থাকো যেনো ভাজা মাছটি উল্টে খেতে জানো না।আর এখানে বেয়াদব এর মতো তর্ক করছো।'
'আমাকে সেইসব মেয়ে ভাবলে ভুল করবেন।আমি চুপ চাপ মানুষের কথা হজম করা মেয়েনা।আর আমাকে বেয়াদব বলছেন কেনো আপনি।আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ি নালিশ দিয়েছিলো।সেসব আমি ভুলিনি।'
'আমার কলিগ রা যদি জানে সেই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তারা কি ভাববে।আমার ইজ্জত মান সব শেষ।'
'আর আমার ফ্রেন্ড রা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাহলে কি আমার মান সম্মান থাকবে।'
'এত মান সম্মানের ভ'য় বিয়ের আগে কার সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেনো?'
'আপনি জানতে চান নি ক্যানো?'
'আমি তোমার মতো বেয়াদব নই যে বড়দের কথার বিরুদ্ধে যাবো।'
'তাহলে শুনুন আমিও আপনার মতোই ভদ্র তাই বড়দের বিরুদ্ধে যায় নি।আমার ঘুম পাচ্ছে গুড নাইট।'
'আমাকে অশুভ নাইটের শুভেচ্ছা জানানোর রিকুয়েষ্ট করছি।নাইট আর কোনদিন শুভ হবেনা আমার।'
বলেই রোশান স্যার আলমারি থেকে ট্রাউজার আর টি-শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন।উনার দিকে তাকিয়ে দেখি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে উনাকে।উনি
বিছানায় এসে সুয়ে পড়ে বললেন, 'আমি ক্লান্ত লাইট অফ করে দাও।'
ঘুম পাচ্ছে আমারো ঘুমোবো কোথায়?'
জায়গা না পেলে খাটের নিচে যেতে পারো,বারান্দা, বাথরুম যেকোনো জায়গা যেতে পারো।আই হ্যাভ নো প্রব্লেম।'
অচেনা জায়গা ভ'য় ও লাগছে।কি করব বুঝতে পারছিনা।রুমের মাঝে খাম্বার মতো দাঁড়িয়ে আছি।
উনি কিছুক্ষণ পরে বললেন, 'বাংলা মুভি দেখো তাইনা?'
'ক্যানো?'
'মানে ফ্লোরে ঘুমোনোর প্লান করছো।এটা কোনো শুটিং স্পট নয়।বিয়ে হয়েছে আমার সাথে তোমার।তাই চুপচাপ খাটে এসে সুয়ে পড়ো।তোমার রাইট আছে খাটে ঘুমোনোর।'
আস্তে করে গিয়ে গুটি সুটি মেরে সুয়ে পড়লাম।উনি উল্টো দিকে ঘুরে সুয়ে আছেন।এরই মাঝে আবার সমস্যায় পড়লাম।এবার বোধহয় মান ইজ্জত কিছুই থাকবেনা যা হতে চলেছে।পেটের মাঝে কেমন বুড়বুড় করছে।বুঝতে পারছি এটা কিসের লক্ষণ।চেপে রাখার মারাত্মক চেষ্টা করতেই ফুঁস শব্দ হলো।আর তাতেই পুরো ঘর দূর্গন্ধে ছড়িয়ে গেলো।রোশান স্যার এর বুঝতে বাকি নেই কিসের শব্দ।এখানে শেষ নয় আরো আছে।সব সীমা অতিক্রম করে বিকট শব্দে বায়ুদূষণ হয়ে গেলো।মানে এমন লজ্জা আমার বাপের জন্মে পায়নি।ইচ্ছে হচ্ছে ৭০ গজ মাটির নিচে পু'তে যায় আমি।
ঘুরে তাকিয়ে দেখি রোশান স্যার কি অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন আমার দিকে।চোখে চোখ পড়তেই সে কি লজ্জা।উনি বালিশ আর পাতলা কাথাটা নিয়ে নিয়ে আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে রুমে রাখা লম্বা মেরুণ কালারের ডিভানে গিয়ে সুয়ে পড়লেন।
উনি উঠে যেতেই আমি জানাল খুলে বাইরে থু থু ফেলতে গেলেই সেই থুথু জানালার গ্রিলে লেগে গেলো সম্পূর্ণ টা।
উনি আবার ও ডিভান থেকে উঁকি মারলেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি।

আপনার পছন্দের গল্পের নাম কমেন্টে জানান 

সবার আগে সব পর্ব পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।


চলবে ...

 ৩য় পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন


মৌসুুমি আক্তার মৌ’র গল্প ও উপন্যাস:

নয়নে লাগিল নেশাআরশি



লেখক সংক্ষেপ:
তরুণ লেখিকা মৌসুমি আক্তার মৌ-এর নড়াইলের ছোট্ট শহরে জন্ম আর সেখানেই বেড়ে ওঠা। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে এম.এম. কলেজ থেকে এমবিএ করছেন। এর পাশাপাশি তিনি হেল্থ এন্ড ফ্যামিলি প্ল্যানিং-এ সরকারি চাকরি করছেন নিজ জেলাতেই। লেখিকার ছোটোবেলা থেকেই গল্প, উপন্যাসের বই পড়ার প্রতি প্রবল নেশা ছিল। পরিবার থেকে একাডেমিক বইয়ের বাহিরে অন্য কোনো বই অনুমোদন না থাকায় বন্ধুদের নিকট থেকে বইসংগ্রহ করে পড়তেন। তাঁদের ভয়ে লুকিয়ে লুকিয়ে পড়তেন, এমনকি পাঠ্য বইয়ের ভাঁজে বই নিয়েও পড়তেন। আর বই পড়ার এই নেশা বা প্রেম থেকেই লেখালেখির প্রতি ঝোঁক সৃষ্টি হয়। ফেসবুকে অসংখ্য গল্প, উপন্যাসের পাশাপাশি ছাপাবই ও ইবুক সেক্টরেও তিনি কাজ করছেন। লেখিকার প্রথম বই "তুমি নামক প্রিয় অসুখ" ২০২২ সালে প্রকাশিত হয়। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন