Lyrics : আমার দেহখান / Amar Dehokhan
Writer :
Singer : অড সিগনেচার (ব্যান্ড)
Album : আমার দেহখান
Released : ২০২০ ইং
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’র গাওয়া ‘আমার দেহখান’ শিরোনামের পপ গানটি ২০২০ সালে প্ররকাশিত হয়েছে। গানটির বাংলা ও ইংরেজি লিরিক কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হলো।

আমার দেহখান || অড সিগনেচার (ব্যান্ড)
আমার দেহখান গানের বাংলা লিরিক
Amar Dehokhan Lyrics in Bengali:
একা বসে তুমি
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়
একা বসে তুমি
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়
সেই দিনে, এক গানে
এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার
আমার দেহখান, নিওনা শ্মশান
এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি, ভুলোনা তোমরা
যা ফেলে গেছি
দেহ পাশে কেহ কেঁদো না
গল্পগুলো রেখো অজানা
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প
যাতে লিখা হাজার কষ্ট
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন
দেহ পাশে কেহ কেঁদো না
গল্পগুলো রেখো অজানা
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প
যাতে লিখা হাজার কষ্ট
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন
সেই দিনে, এক গানে
এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার
আমার দেহখান, নিওনা শ্মশান
এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি, ভুলোনা তোমরা
যা ফেলে গেছি
আমার দেহখান, নিওনা শ্মশান
এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি, ভুলোনা তোমরা
যা ফেলে গেছি
Bengali Pop Song Amar Dehokhan Details:
Song: Amar Dehokhan
Singer: Odd Signature
Lyricist:
Composer: Odd Signature
Music Label:
Album : Amar Dehokhan
Release On : 2020
Amar Dehokhan Lyrics in English:
Eka Boshe Tumi,
Dekhso ki ek e akash
Din seshe tar tara gulu dibe dekha
Meghe Dhaka Tarar Alo
Dekhe Thako tumi, dekho valo
Hoyto tar majhe khuje pabe amay
Eka Boshe Tumi,
Dekhso ki ek e akash
Din seshe tar tara gulu dibe dekha
Meghe Dhaka Tarar Alo
Dekhe Thako tumi, dekho valo
Hoyto tar majhe khuje pabe amay
Sei dine ek gane ek galpakarer galp khuje pave
Khujhe Pabe Na Shei Golpokar
Din gulu khuje pabe ganer protita chonde
Shunte pabe mrito manusher Chitkar
Amar dehkhan nio na shmshaan
Emnite pure gachhi
Amar sab smruti bhulona tomra
Ya phele gachhi
Deho Pashe Keho Kedona
Golpogulu Rekho Ojana
Gan khana theke khuje nio mur shey golpo
Jate Likha Hajar Kosto
Nijeke Bhebe Nitam Ek Shrestho
Jar proti pode jibon biccheder shopno
Deho Pashe Keho Kedona
Golpogulu Rekho Ojana
Gan khana theke khuje nio mur shey golpo
Jate Likha Hajar Kosto
Nijeke Bhebe Nitam Ek Shrestho
Jar proti pode jibon biccheder shopno
Sei dine ek gane ek galpakarer galp khuje pave
Khujhe Pabe Na Shei Golpokar
Din gulu khuje pabe ganer protita chonde
Shunte pabe mrito manusher Chitkar
Amar dehkhan nio na shmshaan
Emnite pure gachhi
Amar sab smruti bhulona tomra
Ya phele gachhi
Amar dehkhan nio na shmshaan
Emnite pure gachhi
Amar sab smruti bhulona tomra
Ya phele gachhi
আমার দেহখান | Amar Dehokhan | ODD Signature | Bangla song | Lyrics | Bangla New Song 2020 | BD Song
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন