দূর আকাশের বেলাভূমিতে আমার সমর্পিত সকল কান্না
নগ্ন শূন্যতার দোমড়ানো খেলাঘর সেঁজে প্রতিনিয়ত
পরাজিত হয় নির্ঘুম নিশ্চুপ নিঃস্ব নৈঃশব্দ্যের কাছে ।

আগন্তক আর্তনাদের কপাটে অবরুদ্ধ
তোমার ছায়ার মত অবিকল
অদেখা স্মৃতির মত উজ্জ্বল হয়ে
নীলচে বেগুনী রঙে অবশ হয় রাত্রি।

সহস্র কোলাহল জুড়ে তখনও জ্বলে হলুদ বাতি
চিবুক ঘেঁষে বুকের ভাঁজে ভাঁজে জাগে হিংস্র অনুভূতি ।
নিঃশ্বাসের তরঙ্গের তীব্রতা, ভীষণ অন্যরকম !

অদ্ভুত বিষণ্ণ মৃত্যুর মৃত রঙ।

Post a Comment

নবীনতর পূর্বতন