তাহলে এ বয়সেও যুদ্ধটা জমিয়ে তুলতে চাও
সমাজ-সংসারের যেসব পেরেক ও তারকাঁটাগুলো
সিদ্ধিলাভের জন্য তুমি গেঁথে দিয়েছিলে বুকে
সেগুলো কি গাঁথাই থাকবে
আমার আত্মা কি মুক্তি পাবে না কোনো দিন?

মরচে-ধরা পুরোনো প্রেমের কান্না শয়তানের অট্টহাসি
আমাকে কোনো স্বস্তিই দিচ্ছে না
তুমি জানো, আমি এই ঘোলাটে গুমট সময়টা
ফুসফুসে টানতে পারছি না
বাতাস আমাকে সে রকম অক্সিজেন দেয় না

শয়তানের বিরুদ্ধে আমার যুদ্ধ-জয় এতই টুকরো-টুকরো যে
তোমারও নজর সেখানে যায় না
তাহলে যুদ্ধটা জমিয়ে লাভ কী তোমার?

ঢং ঢং ঢং
জীবনের বারোটা তো কবেই বেজেছে
আমি শূন্যের কোঠায় স্থির ঘড়ির কাঁটা
কেন খুঁজি সময়ের দুকূল

ঢং ঢং ঢং
মধ্যরাতে শুধুই উৎপাত
ষোলো-আনা জোয়ারের বারো-আনা ভাটা
তার আনন্দের অনেকটাই ভুল

আমার মতো করে তোমাকে চাই না
তোমার মতো করে আমাকে নিয়ো
আমার দুঃস্বপ্নগুলো নিংড়ে মুছে
তোমার চক্ষুটাই আমাকে দিয়ো

আমি তোমার অন্ধত্ব ঘোচাব।

Post a Comment

নবীনতর পূর্বতন