ইদানীং যতই রাত গভীর হচ্ছে চোখের পাতা গুলো ততই অঙ্কুরিত হচ্ছে,
অথচ এই পাতা একদিন কাব্যে পরিপূর্ণ ছিল...
অনাবিল উচ্ছ্বাস নিয়ে সমস্ত স্বপ্নের চাঁদরে জড়ানো ছিল...
হ্যাঁ যে কথা তোমাকে বলা বাকি ছিল,
সিগারেটের ধোয়ার সাথে সেদিন দুঃসম্পর্কের বাতাসের কথা হচ্ছিল...
কথা হচ্ছিল আকাশের সাথে অনশন রত কাফনের কাপড়ে জড়ানো মেঘদের,
অস্থির অমানিশায় অঙ্কুরিত চোখের পাতায় কিছু নীল নিহত হয়ে লাশ হয়ে ছিল,
নৈশব্দের ময়না তদন্তে কিছু অজ্ঞাত স্মৃতি ফাঁস হয়ে গিয়েছিল,
অমীমাংসিত কিছু অনুভূতি কিছুক্ষন বর্ষায় ভিঁজেছিল
অতঃপর শূন্যতার নির্ঘুম বছর কারাদণ্ড হয়েছিল।
পুনশ্চঃ আমি একটি মায়াহীন জীবন কিংবা অনুভূতিহীন মৃত্যু চেয়েছিলাম
একটি মন্তব্য পোস্ট করুন