অবশেষে !
আধার নতজানু হয় রুমানা নগ্নতার কাছে,
অবিশ্বাসের দ্রাঘিমা ঘেঁষে
দ্বিপদী নিঃশ্বাসে ।

শুধু পার্থক্য সর্বনামে,
উদাম স্ফটিক অনুভূতির অনুসর্গের অবয়বে,
নক্তান্ধ নক্তের নিয়নে !!

এভাবে,
আঙ্গুলের বাকে খসে পড়ে রুইতনের বিবি !
টেক্কা হারে শুকনো ঘামে,
পরাভূত পারফিউম পাপে !

Post a Comment

নবীনতর পূর্বতন