সিথিলা সমুদ্র স্নানে নিঃসঙ্গতা অন্তরীপে দাড়িয়ে...
আযান আলোয় ভাঙ্গা স্বপ্নে ...
কেঁদেছি পাঁজর আছড়ানো অভিমানে !

খুঁজেছি !
তবে হারিয়ে ! আলোর শেষে !
উদভ্রান্ত শূন্যতা গুলোকে সিথানের বুকে আঁকড়ে ধরে !!
আপন অনুভূতির রসায়নে !

তবুও আমি হেঁটেছি,
স্মৃতির সিঁড়ি বেয়ে নোনা জলের পথ ধরে,
স্নিগ্ধ গাংচিল সেজে !!

দূরে, আরও দূরে
একের পর এক ঢেউ পেরিয়ে !!
থেমেছি আমি,
শুভ্রতার শেষ পদচিহ্নের স্পর্শে।

অতঃপর,
অনাবিল আকাশের দিকে তাকিয়ে,
এপিটাফে হাঁটু গেড়ে বসে,
শূন্যতার প্রতিবিম্ব ভেঙ্গেছি নীলাভ আর্তনাদে...

স্পর্শটিকে নিছক দুঃস্বপ্ন ভেবে !!

Post a Comment

নবীনতর পূর্বতন