আর্তনাদের মার্কেটিং বুঝ ?
অনশনের অভিনয়ের চিত্রায়ন?
কিংবা ক্ষুধার ফটোগ্রাফির প্রধান বক্তা হওয়ার সার্থকতা !!

সেন্টিমেন্টাল অথবা হুজুক শব্দের সাথে কতটুকু পরিচিত তুমি?
প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের সামঞ্জস্যতা

বেশ্যা ও বউ এর কণ্ঠের সঙ্গে কোরাস গাইতে পারো?
নান্দনিক নগ্নতা যে শিল্প ! তা জান?

তবেই তুমি রাজনীতি বুঝ ?

দুঃখিত সার আমি সামান্য কবি,
আমি আপনার বিষাক্ত রক্তের নির্মমতার গভীরতা খুঁজি !!

Post a Comment

নবীনতর পূর্বতন