তোমাকে আমি যেদিন প্রথম 'ভালবাসি' বলেছিলাম,
তুমি দৌড়ে চলে গিয়েছিলে...
হঠাৎ তুমি থামলে ! পিছন ফিরলে ! লাজুক মুখে বললে "আমিও" !
আবার তোমার সেই আশ্চর্য জনক দৌড় !

তুমি আমাকে যেদিন শেষ বারের মত "বিদায়" বলেছিলে,
আমি সেদিন দৌড়ে চলে গিয়েছিলাম
হঠাৎ আমি থামলাম ! পিছনে ফিরলাম ! বিষাদ কণ্ঠে বললাম "ভাল থেকো"
আবার আমার সেই আশ্চর্য জনক দৌড় !

 জীবনটাই যেন !
দৌড় আর দৌড় !

Post a Comment

নবীনতর পূর্বতন