কিরে কি খবর রে তোর? ব্যাবসা ট্যাপশা কিরাম চলে,
সালাম কাকা, বহেন,
আর ব্যবসা ! জিনিস টিনিস এর যে দাম বারিছে, তাতে না খেইয়ে মরতে হবে।।
আরে ব্যাটা আর তো কয়টা দিন…
তারপর দেখবিনে কিরাম কইরা সব বদলাঈ দেই!!
গ্রিরাম আর গ্রিরাম থাকবো না রে সাদেক, পুরাই বদলায় যাইবো…

দে দিহিন সাদেক এক কাপ চা দে,
চিনি কম, দুধ বেশী দিয়া লগে হালকা কইরা পাত্তি মাইরা দিস
তুই তোহ্ জানস আমার আবার ডাইবেটিস এর পবলেম…

হ যা কইতাসিলাম, উপরে থিকা খবর আইসে,
এই বার আর কেহ ঠেহাইতে পারবো না… হব আনগো দহলে
খালি এই বার ইলেকশন ডা হইবার দে…
পুরা ভাসাইয়া দিমুরে সাদেক পুরা ভাসাইয়া দিমু

নে কাপটা নে,
পুব পাড়ায় এক শালিস আছে রে…
মেয়েছেলের কেস..
গ্রামের ইজ্বত এর ব্যাপার…
এহন উডি…

কাকা, চায়ের টেহা ডা …
আহ্হা ! লিহে রাহিস …

Post a Comment

নবীনতর পূর্বতন