ব্লাকবেরীর আরশিতে নিষিদ্ধ নয়নে বোতাম টিপলেই
কার্বন কাচে বহুমাত্রিক ভঙ্গিমায় হেসে উঠে আন্তর্জাতিক নর্তকী,
অবেলায়, অসময়, অবলীলায় !!


তথ্যের অবাধ অনুরোধের দোহাই দিয়ে,
ফেইসবুক কন্যার রূপের পরিধি মাপে
রেটিঙগুলার চ্যাট বক্স !!


‘অসাম’ বিশেষণে বিক্রিত হয়ে
কন্যা হারায় ভার্চুয়াল ভারজের্নিটি !!


হায়, হ্যালো !!
কি খবর? কি কর?
এইতো চলছে বেশ…
তোমার?
মোটামুটি… জিএফ’ দিয়েছে ফাঁকি…
ইমোতে ইমোতে অনুভূতির বিকিকিনি।


কিছু মনে না করলে একটা কথা আক্স করি?
তুমি কি ওসব করেছ কখনো?
মানে…করিনি তবে দেখেছি…


ইচ্ছে হয়? ভয়…
‘লোল’…


এই শোন… আমার নেট লিমিটেড
১২টার পর ফোনে কথা হবে…
বাকিটা দেখা হলে তবে…

Post a Comment

নবীনতর পূর্বতন