তুমি নীল ঘুড়ি
আমি ইচ্ছের আকাশ
অনুভূতির উঠোনে
তোমার বসবাস
তবু ও হোক না আজ
এই দুষ্টুমি
নীলচে আলোয় লাজুক লুকোচুরি
মাঝ রাতে শিশির ভেজা মনে
ভীষন ইচ্ছে করে
করি পাগলামী
চল দুজন এক প্রহর
দূর আকাশের তারা গুণি
যদি হঠাৎ কখনো
ওই চোখে মেঘ করে ভর
রোদ হয়ে এক নিমিষে
মুছে দেব সব...
আমি ইচ্ছের আকাশ
অনুভূতির উঠোনে
তোমার বসবাস
তবু ও হোক না আজ
এই দুষ্টুমি
নীলচে আলোয় লাজুক লুকোচুরি
মাঝ রাতে শিশির ভেজা মনে
ভীষন ইচ্ছে করে
করি পাগলামী
চল দুজন এক প্রহর
দূর আকাশের তারা গুণি
যদি হঠাৎ কখনো
ওই চোখে মেঘ করে ভর
রোদ হয়ে এক নিমিষে
মুছে দেব সব...
একটি মন্তব্য পোস্ট করুন