পপি ফুল অথবা কিছু ভুল ।। সিকদার ডায়মন্ড
পপি ফুল অথবা কিছু ভুল ।। সিকদার ডায়মন্ড


পপি ফুল অথবা কিছু ভুল ।। সিকদার ডায়মন্ড


জলেশ্বরী, একটি পপি ফুল আমার হাতে তুলে দিয়ে

বিনিময়ে একটি বুলেট পাঠাবার আহ্বান জানিয়েছিল

আমি অতোটা সাহসী হতে পারিনি বলে

ক্লাস্টার বোমার বেলুনে সপে দিয়েছিলো সে নিজেকে।


আর যে ক্ষুধার্থ শিশুটি আমায় দেখে অপলক তাকিয়েছিল জেরুজালেমের রাস্তায়

সে’ও ঢিল ছুড়ে শেল পেয়েছিল বিনিময়ে

আমি মাইকেল এঞ্জোলোর সৃষ্টির মতো নির্বাক প্রভু হয়ে গেছিলাম তৎক্ষনাৎ।


প্রশান্ত মহাসাগরের অশান্ত জলে প্রায় ডুবে যাওয়া দ্বীপের

যে প্রসুতি মা আমাকে বলেছিল তার সন্তানের ফিউচার নিশ্চিৎ করতে

আমি চুপচাপ রামপালে কার্বন ফ্যাক্টরি খুলবার সময় ছাগলের পালের সাথেই বসে মদ্যপান করেছিলাম।


আফ্রিকা, এ্যামাজন, সাইবেরিয়া, আর্কটিক বা এভারেস্টের হাইয়েস্ট পিক

সবকিছুই নস্যি আমার লোভের কাছে

আমি নিজেকে মানুষ বলে মার্কেটিং ব্র্যান্ডিং করে

মানুষের দেহ, মন, ফিউচার বেঁচে খাই

বেঁচতে বেঁচতে একদিন পৃথিবীটাই বেচে দেবো গ্রেনেডের মতো, আলু পটলের দরে।

Post a Comment

নবীনতর পূর্বতন