বৃষ্টিকথন ।। নিধি রহমান
বৃষ্টিকথন ।। নিধি রহমান

বৃষ্টিকথন ।। নিধি রহমান


আকাশ থেকে টুপ কইরা যখন 

একফোঁটা বৃষ্টির পানি ঠোঁটে আইসা লুটায়া পরে 

মনেহয় তুমি কেন আসোনা?


ভিজা চুলগুলা শুকানোর জন্য যখন বারান্দায় গিয়া দাড়াই

বাড়ির সামনের রাস্তায় তুমি কেন থাকোনা?

বসন্তের শুরু থিকা কত কত কোকিল ডাকে 

কিন্তু তুমি কেন ডাকোনা?


আমি তোমায় নিয়া সারাদিন এত ভাবি, 

ভাবতে ভাবতে ক্লান্ত হইয়া আবার ভাবি 

তবু তুমি কেন ভাবোনা?


বিহারি ক্যাম্পের রাস্তা দিয়া হাইটা গেলে বিরিয়ানির গন্ধে ভাইসা যাই

তাইলে তোমার গন্ধ ক্যান পাই না?

সাইন্সল্যাবের ফুটওভারব্রিজের উপর দাড়াইলে কতকিছু দেখা যায়

তাও তোমারে ক্যান দেখিনা???


একবার আমার দিকে তাকাইয়া সুন্দর কইরা হাসি দিলেও পারো,

নাহয় মাথায় হাত বুলাইয়া হুদ্দাই 

‘সাব্বাস’ বললা,

একবার সারাদিন আমারে নিয়া বৃষ্টিতে ভিজলেও পারো,

নাহয় অকারনেই জড়াইয়া ধইরা চুমু খাইলা।

এত কিছু পারার পরেও 

বন্ধু কিছুই কেন করোনা???


কবিয়াল

Post a Comment

নবীনতর পূর্বতন