ভালো থেকো প্রিয়তম ।। নিধি রহমান
ভালো থেকো প্রিয়তম ।। নিধি রহমান


ভালো থেকো প্রিয়তম ।। নিধি রহমান


বাতাসে আজ বারুদের গন্ধ

ঠোঁটে মৃত্যুর স্বাদ

আমাকে আটকে রেখো না, হে প্রিয়তম

অঙ্গে অঙ্গে আজ প্রতিবাদ....


হয়তো কাল সকাল থেকে 

ঘুম ভেঙে পাবেনা 'গুড মর্নিং' ম্যাসেজ

তবে ভেবে নিও গিয়েছে যুদ্ধে তোমার প্রেম

অস্তিত্বের যুদ্ধে....


নিকোটিনে দগ্ধ এই কালচে ঠোঁটে

কেউ বলবেনা হয়তো ভালোবাসি

চাইলেই তুমি খুঁজে নিতে পার

গোলাপী ঠোঁট রাশি রাশি...


বাতাসে সেই বারুদের গন্ধ

ঠোঁটে পুরোনো মৃত্যুর স্বাদ

প্লিজ আর আমাকে আটকে রেখো না প্রিয়তম

অঙ্গে অঙ্গে আজ প্রতিবাদ....


যে চোখে হতে দেখেছি অন্যায়

সে চোখে আর দেখতে চাইনা প্রেম,

যে হাতে ধরেছি অস্ত্র

সে হাতে ছুঁতে চাইনা তোমার লোমশ দেহ,

প্লিজ আটকে রেখো না আমায়, হে প্রিয়তম

অঙ্গে অঙ্গে আজ প্রতিবাদ....


একটা সময় খুব ভয় পেতাম

মুখ লুকাতাম তোমার শার্টের ভাঁজে,

সময়টা বেশ পাল্টে গেছে

দেখো গর্জেছি কেমন তেঁজে


বাতাসে সেই বারুদের গন্ধ

ঠোঁটে নতুন মৃত্যুর স্বাদ

ভালো থেকো, হে প্রিয়তম

অঙ্গে অঙ্গে আজ প্রতিবাদ....


কবিয়াল

Post a Comment

নবীনতর পূর্বতন