চিঠি : শহরের কোন এক ব্যর্থ চরিত্র
লেখক : অর্চিত বোস
প্রকাশকাল : ২৭ মে, ২০২২
তরুণ লেখক অর্চিত বোসের “শহরের কোন এক ব্যর্থ চরিত্র” শিরোনামের এই চিঠি কাব্যটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
শহরের কোন এক ব্যর্থ চরিত্র || অর্চিত বোস |
শহরের কোন এক ব্যর্থ চরিত্র || অর্চিত বোস
না......
আমি পারিনি তাকে ভালবাসতে। আমি পারিনি তার যোগ্য হতে। আমি শহরের কোন এক ব্যর্থ চরিত্র। যে একসময় উন্মাদ হয়েছিল তার জন্য। তার ভালোবাসায় একদিন তার স্বপ্নের আরশি কে সাজিয়ে তুলেছিল সে। ভেবেছিলাম.... আর কি চাই। আমি, সে, আমাদের পরিবার। কিন্তু আমার স্বপ্নের দুনিয়ায় গ্রাস করলো ব্রহ্মা। কি করব... আমি যে শহরের কোন এক ব্যর্থ চরিত্র।
জানা ছিল না অদৃষ্ট আড়ালে বসে অন্য খেলা খেলছেন। শহরের বেকার যুবকদের ভিড়ে আমার নাম দাখিল হলো। আমি পারিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমি পারিনি স্বপ্নের আরশিতে মায়ার রং দিতে। আমি পারিনি তার কথা রাখতে। কি করব... আমি যে শহরের কোনো এক ব্যর্থ চরিত্র।
শহরে খেটে খাওয়া মানুষ আছে প্রচুর, বেকার আছে তার থেকে ঢের বেশি। নাওয়া নেই, খাওয়া নেই... বেকারত্বের জ্বালা মেটাতে তারা চেষ্টা করে বহুৎ। তারপর ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে তারা সেই কষ্টকে ভোলার জন্য সান্তনার পাহাড় তৈরি করে। মায়ার তাঁতে স্বপ্ন বোনে তারা। আমিও তাদের মধ্যে মিশে গেলাম। কি করব... আমি যে শহরের কোন এক ব্যর্থ চরিত্র।
তারপর বয়স পেরিয়ে গেল, সময় পেরিয়ে গেল। পেরিয়ে গেল আমাদের আগের বছর গুলো। ছেড়ে গেল স্বপ্ন দেখার ভূত। আমি পারিনি নিজের স্বপ্নকে পূরণ করতে। আমি পারিনি আমার রাজকন্যাকে ভালবাসতে। আর কাছে আসতে। কারণ আমি যে বেকার। এখন তো আমার বয়স হয়েছে, এখন কি আর সেই রাজকুমার তার রাণী কে পায়। আমি পারিনি জীবনের কোনো লক্ষ্যকেই পূরণ করতে। অদৃষ্টের খেলায় আমি পুতুল হয়ে রইলাম। এখন প্রত্যেক বছরে একটি নির্দিষ্ট দিনে আমার গলায় রজনীগন্ধার হার চড়ে। ছবির সামনে জ্বলে সুগন্ধি ধূপ। আমি পারিনি মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে। কি করবো বলো.. আমি যে শহরের কোন এক ব্যর্থ চরিত্র।
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন