প্রিয় প্রাক্তন || দোলনা বিশ্বাস দোলা
চিঠি : প্রিয় প্রাক্তন
লেখক : দোলনা বিশ্বাস দোলা
প্রকাশকাল : ২৭ মে, ২০২২
উঠতি লেখিকা দোলনা বিশ্বাস দোলার “প্রিয় প্রাক্তন” শিরোনামের এই চিঠি কাব্যটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
প্রিয় প্রাক্তন || দোলনা বিশ্বাস দোলা |
প্রিয় প্রাক্তন || দোলনা বিশ্বাস দোলা
প্রিয় প্রাক্তন...
জানো?
আমি না কেমন যেনো পাগল হয়ে গেছি।
বিচ্ছেদের পরেও যে কাউকে এতো ভালোবাসা যায়!
আমি আগে কখনো বুঝতাম না, শুনিনি।
তোমাকে ভালোবেসে আমার অভিজ্ঞতা হলো।
তুমি আর ফিরবে না, সে আমার এতদিনে জানা হয়ে গেছে,
তারপরেও তোমার জন্য অত বেশি অভিমান জমাতে পারিনা,
কেন বলবে আমায়?
তোমাকে আমি বারবার দেখতে চাই..
কেন জানো?
তোমাকে যতবার দেখি, যখনই দেখি,
আমি যেনো হালকা হয়ে যাই।
গায়ে আমার দামি পোশাক, চোখে কাজল, বলতে পারো একদম পরিপাটি গোছালো হয়ে ও আমি যেন তোমার সামনে এক অগোছালো ভিখারিনি,
কারণ জানতে চাইবে না?
আবারও তোমায় মুগ্ধ করার আশায়, তোমার স্পর্শ পাওয়ার আশার। জানো তোমার ঠোঁটের স্পর্শ পেয়েছি কত বছর পেরিয়ে গেল, কিন্তুু সেই স্পর্শ আমায় জ্বালায়।
তোমার নজরে পরার উপায় খুঁজতে গিয়ে আমি রোজ অস্থির হয়ে পরি। শুধুমাত্র তোমার মনে খানিক জায়গা পাওয়ার জন্য আমি রোজ সাধনা করি।
আমি জানি তুমি এখন অন্য কারো প্রেমে মুগ্ধ, সে খবর প্রতিদিন শুনতে পাই...
তারপরেও কেন তোমাকে ভুলে যেতে পারিনি।
আমাকে দুর্বল করে দেয় তোমার জন্য গচ্ছিত অনুভূতি।
তোমার পায়ের কাছে পুজোর গাঁথা মালার মতো পড়ে আছে আমার মান, আমার অহংকার, আমার ভালোবাসা.......
ইতি তোমার রাজলক্ষ্মী.....
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন