কবিতা                    :         শুধু কবিতা লিখুন 
কবি                       :         শুভঙ্কর কর (গুড্ডু)
গ্রন্থ                        :          
প্রকাশকাল               :         ১৭ মে, ২০২২

শুধু কবিতা লিখুন || শুভঙ্কর কর (গুড্ডু)
শুধু কবিতা লিখুন || শুভঙ্কর কর (গুড্ডু)

শুধু কবিতা লিখুন || শুভঙ্কর কর (গুড্ডু)  


আমার দুঃখের ভাগ আপনাকে দেব কেন? 
এর আমি যথার্থতা খুঁজে পাইনি কোনোদিন!
তবু আপনি শুধু চেয়ে গেলেন 
আমি কি দিতে পেরেছি কিছু?

এযাবৎকাল আমি শুধু দেখেছি 
                                মানুষের কান্না 
                                      মানুষকে শুধু কান্না দেয়

অথবা ভিজিয়ে দেয় অনেক নক্সা করা রুমাল 
ও রুমালের ওপারের হাত।
দুঃখ কোনোদিন ভাগ করে নেওয়া যায় না 
তা আমি জানি
তাই আমি যোগ - বিয়োগ করি না

শুধু কবিতা লিখি....

কবি সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন