কবিতা : অমানবীয় অবয়
কবি : আফিফা ইয়াসির উলফা
গ্রন্থ :
প্রকাশকাল : ১৯ মে, ২০২২ ইং
আফিফা ইয়াসির উলফার “অমানবীয় অবয়” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
অমানবীয় অবয় || আফিফা ইয়াসির উলফা |
অমানবীয় অবয় || আফিফা ইয়াসির উলফা
রাজপথ ছাড়ার প্রবল আক্ষায়
জীবন মরণ অগ্নিচ্ছুত
এ শহর এ ইমারত
এ কৃত্রিমতা আমাদের নয়
পোড়া নরক কেবল
যতোদূর যায় চোখ
যতোদূর যাওয়া যায়
সবদিকে প্রণয়ের প্রলয়
ভালোলাগা ভালোবাসা মোমের মতো গলে গেছে
এখানে একটু যত্নের
একটু আত্মীতিয়েতার খোঁজ
জন্মই যেনো মুদ্রাদোষ
তোমরা আমায় কি শেখাবে অমানবীয় অবয়?
কবি সংক্ষেপ : কবি আফিফা ইয়াসির উলফা এমনই কোনো এক বছরের ১লা অক্টোবর সম্ভবত বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। বন্ধু ও পরিচিতদের কাছে তিনি 'ইতি অনিলেশ' নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন। নিজ জেলা কক্সবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষাজীবন অতিবাহিত করছেন এই তরুণ কবি। পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত রয়েছেন উলফা। (এখানে উল্লেখিত সকল তথ্য তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে।)
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন