কবিতা : অন্ধকারে বিলীন হলাম
কবি : অনুপম হুদা
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ০১ ফেব্রুয়ারি ২০১৪
খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি অনুপম হুদার “অন্ধকারে বিলীন হলাম” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
অন্ধকারে বিলীন হলাম || অনুপম হুদা |
অন্ধকারে বিলীন হলাম || অনুপম হুদা
বাঁশের মাচার উপর বসে যে দু'টি শালিক
তাদের বললাম-
তোমরা কি দেখেছো তাকে?
তারা বললো, না গো-
সে আজ এ পথ দিয়ে যায়নি।
রক্ত কাঞ্চনের কাছে জানতে চাইলাম
তুমি কি দেখেছো তাকে?
বললো, সে তো আজ ফুল নিতে আসেনি।
বিকেলের আলো নিভে যাবার আগে
আকাশের কাছে মিনতি করলাম
তুমি বলো সে কোথায়?
আকাশ উত্তর দেবার আগেই
চারিদিকে ধূসর সন্ধ্যা!
অন্ধকারে বিলীন হলাম আমি।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন