কবিতা          :         বাঁধিয়াছিলাম
কবি              :         বিভাবরী
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         

তরুণ লেখিকা বিভাবরীর “বাঁধিয়াছিলাম” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
বাঁধিয়াছিলাম || বিভাবরী
বাঁধিয়াছিলাম || বিভাবরী


বাঁধিয়াছিলাম || বিভাবরী


আমি তারে আমার ভালোবাসায়
বাঁধিয়াছিলাম, 
শক্ত করিয়া বাঁধিয়াছিলাম। 
বাঁধিয়া রাখলেও 
বাঁধিয়া রাখতে না, পারলাম।

তারে আঁকড়ে ধরে ছিলাম 
সে আমায় দূরে ছুড়ে ফেলল,
তবু তার কাছেই গেলাম 
আমি তারে আঁকড়ে ধরলেও 
আঁকড়ে ধরতে না, পারলাম। 

কত অনুনয়-বিনয় করিলাম 
কত বার চরণে পড়লাম, 
কত বার নয়ন নীড় ঝরালাম
কত নুনা জলে চরন ধোয়ালাম। 

তবুও আমি তারে বাঁধতে  না পারলাম 

আমি কিন্তু তারে বাঁধিয়াছিলাম 
আমি কিন্তু সত্যি সত্যিই তারে বাঁধিয়াছিলাম।।

কবি সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন