গীতিকবিতা : পাগল ছাড়া দুনিয়া চলে না
কবি : লালন ফকির
প্রকাশকাল :
বাউল দর্শনের অন্যতম পথিকৃত লালন ফকির। পাগল ছাড়া দুনিয়া চলে না শিরোনামের এই বাউল গীতিকবিতাটি কবে, কখন, কোন প্রেক্ষাপটে লিখেছিলেন তা এখনাব্দী জানা যায়নি। ভবিষ্যতে জানা যাবে বলেও মনে হয়না।
![]() |
লালন ফকিরের জীবদ্দশায় আঁকা একমাত্র ছবি, ১৮৮৯ খ্রিস্টাব্দে এটি এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর |
পাগল ছাড়া দুনিয়া চলে না || লালন ফকির
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমীর গিয়া রে।
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমীর গিয়া রে।
এত করে ডাকলাম তারে,
এত করে ডাকলাম তারে,
তবু দেখা পাইলাম না।
পাগল ছাড়া দুনিয়া চলে না,
পাগল ছাড়া দুনিয়া চলে না।
মুর্শিদ আছে দেশে দেশে,
এই জগতে কত বেশে রে,
ধরতে পারলে পাবিরে তুই,
ধরতে পারলে পাবিরে তুই,
বেহেশতেরি নাজরানা,
পাগল ছাড়া দুনিয়া চলে না,
পাগল ছাড়া দুনিয়া চলে না।
পাগল ছাড়া দুনিয়া চলে না,
পাগল ছাড়া দুনিয়া চলে না।
তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না,
পাগল ছাড়া দুনিয়া চলে না।
পাগল ছাড়া.........
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
সঠিক কোনটা আজও পেলাম না,২০২৪
উত্তরমুছুনএটা ঠিক - পাগল ছাড়া দুনিয়া চলেনা,,,,,
একটি মন্তব্য পোস্ট করুন