কবিতা : আমি নাগরিক শুধু
কবি : রচনা ইসলাম হৃয়ানা
গ্রন্থ :
প্রকাশকাল :
তরুণ লেখিকা রচনা ইসলাম হৃয়ানার “আমি নাগরিক শুধু” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
আমি নাগরিক শুধু || রচনা ইসলাম হৃয়ানা |
আমি নাগরিক শুধু || রচনা ইসলাম হৃয়ানা
এতগুলো দিনকাল পেরিয়ে বেঁচে আছি রোগা শালিকের মত ঘরের এক কোনায়।
মাঝেমধ্যে ইচ্ছে করে হাতঘড়ি টা কে থামিয়ে দিই। মাঝেমধ্যে মনে হয় পৃথিবী আমার ওজন নিতে পারছে না।
কোথাও একটা অদৃশ্য বেঁচে থাকার টান আমায় জীবিত করে রাখছে দিনের পর দিন।
আমাকে আমার মত করে বোঝার দুঃসাহস কেউ দেখায়নি আজবদী।
মুখ ফুটে কিছু বলতে গিয়ে আচমকা ঢোক গিলে ফেলি।
হাজার টা প্রশ্নের মুখোমুখি নিজেকে দাড় করাতে ইচ্ছে করে না আজকাল।
কতগুলো মানুষ কে আজীবন শুধু বোঝাতে চেয়েছি আমি প্রেমিকা নই, বান্ধবী নই, মেয়ে নই, লেখিকা নই, আমি শুধু একজন মানুষ। অবিকল তোমাদেরই মত।
মাঝেমধ্যে চিৎকার করে বলে উঠতে ইচ্ছে করে বিশ্বাস করো -
আমি নাগরিক শুধু।
কবি সংক্ষেপ :
তরুণ লেখিকা রচনা ইসলাম হৃয়ানা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি বিখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে অসাধারণ জীবনবোধকেই ফুটিয়ে তুলছেন তার লেখায়।কবি রচনা ইসলাম হৃয়ানার এসব তথ্য তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নেয়া হয়েছে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন