সাধারণের কথা || অর্চিত বোস

কবিতা                  :          সাধারণের কথা
কবি                      :          অর্চিত বোস
প্রকাশকাল           :          ৪ জুন, ২০২২

তরুণ লেখক অর্চিত বোসের “সাধারণের কথা” শিরোনামের এই কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
সাধারণের কথা || অর্চিত বোস
সাধারণের কথা || অর্চিত বোস

সাধারণের কথা || অর্চিত বোস


আমি সাধারন, তাই অসাধারণ কিছু করার ইচ্ছে বা ক্ষমতা আমার নেই। উচ্চাকাঙ্ক্ষা সবারই থাকে, তাই আমারও আছে। তবে সেটা খুব উঁচু দরের নয়। যেটুকু থাকলে অন্তত আমার পরিবারের এবং নিজেরটুকু করে নিতে পারবো, ঠিক সেটুকুই চাই। মা আজও আমার কাছে প্রিয় জগৎ। আলুবোখরার থেকে মায়ের হাতে আলুপোস্ত আমার খুব পছন্দের। সন্ধ্যেবেলায় মুখরোচক খাবার খাওয়ার সেরা ঠিকানা আমার মা।

            আমি সাধারন, খুবই সাধারণ। কিন্তু কম কনফিডেন্স নেই আমার। আবার অত্যাধিক কনফিডেন্স আছে তাও নয়। আমি যত্ন নিতে জানি। আমি জানি বাজারে আজও Parle-G বিস্কুটের দাম মাত্র তিন টাকা। আমি জানি বাপুজী কেক এখন সাত টাকা করে।

           আমি সাধারন, কিন্তু সন্দেহ বাতিক নই। আমি ভালোবাসতে জানি। আমি তোমার স্বপ্নের নায়কের মত অতটা সুন্দর নই। আমি আজও অংকের বইয়ের আড়ালে রেখেই গল্পের বই পড়তে ভালোবাসি। অবসর সময় কবিতা পড়া আমার ব্যক্তিগত পছন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমার কাছে ভগবান তুল্য। লুকিয়ে গুঁড়ো দুধ চুরি করে খাওয়া আজও আমার খুব বাজে অভ্যেস।

        আমি সাধারন, তাই আজও বুঝতে পারিনা old school কাকে বলে? বুঝিনা Hang out কি জিনিস? আমার কাছে আজও Hang মানে ঝুলে থাকা। মাঝেমধ্যে বন্ধু-বান্ধবীদের নিয়ে চলতে পছন্দ করি। আজও আমার কাছে পাড়ার দোকানের মাটির ভাড়ে চা খাওয়ার মতো বদ অভ্যাস আছে।

          আমি সাধারন, নতুন বইয়ের গন্ধ তাই আজও আমাকে মাতোয়ারা করে তোলে। আমি জানি, বেশি রাত জাগলে চোখের কালি জমবে। আমি আজও সেক্যুলারিজমকে দূরে রেখে চলতে পছন্দ করি। সন্ধ্যেবেলায় কানে হেডফোন লাগিয়ে গান শোনা আমার পছন্দের নেশা।

            আমি সাধারণ, তাই খুব সাধারন ভাবেই নিজেকে তোমার কাছে আগলে ধরার চেষ্টা করি। আমি জানি তুমি আজও শাড়ির কুচি সামলাতে পারো না। আমি জানি তোমার বেশী হাঁটাচলায় কষ্ট। সন্ধ্যেবেলায় ল্যাধ খাওয়া তোমাকে আনন্দ দেয়। কলেজ স্ট্রিটে গিয়ে তুমি আজও কফি হাউসের খোঁজ করো।

        আমি সাধারন, তাই জানি টাকা রোজগার করতে ঠিক কতটা কষ্ট হয়। আমি জানি, মার্কেটের ডিসকাউন্ট রেট আজও গুরুত্বপূর্ণ তোমার কাছে। এখনও তোমার নীল শাড়ি পছন্দের। পাড়ার দোকানে চাউমিনের থেকে রোল তোমার বেশি পছন্দের। আমি জানি তোমার আড়ালে চর্চা করার বিষয় আজও আমিই। আমি জানি, বন্ধুরা ঠিকই আমায় নিয়ে কথা তোলে। তুমি বিরক্ত হও, কষ্ট পাও।

         আমি সাধারন, আজও অন্তরালে লুকিয়ে কেঁদে ফেলি। আমি জানি মধ্যরাতে কলকাতা শহরের আলোর ঝলকানি আমাকে প্রতিমুহূর্তে অবাক করে। আমি আজও ইংরেজি p আর q তে গুলিয়ে ফেলি। বুঝতে পারিনা এটা ইংরেজি সংখ্যার 8 নাকি বাংলা সংখ্যার 8।

          আমি সাধারণ, তাই বাংলা মিডিয়ামে পড়ে ইংরেজি নিয়ে গর্ব করি না। আজও আমি কোনো কিছুর উপর জোর খাটাতে পারি নি। সময় পেলে আজও দুই লাইন লিখে ফেলি অনায়াসে। আমি জানি অমরত্বে আমার হাত নেই।

কারণ আমি সাধারন। সাধারণ জীবনে অসাধারণের আশা করি না। আমি জানি তোমরাও জনসাধারণের ভিড়ে হারিয়ে রয়েছো অস্তিত্ব গড়ার লড়াই নিয়ে।


লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন