গিরিগহ্বর || ফামু খান

কবিতা                  :          গিরিগহ্বর 
কবি                     :          ফামু খান
কাব্যগ্রন্থ                :          পরগাছা
প্রকাশকাল             :          জানুয়ারি, ২০২২

তরুণ কবি ফামু খানের “গিরিগহ্বর” শিরোনামের এই কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
গিরিগহ্বর || ফামু খান
গিরিগহ্বর || ফামু খান


গিরিগহ্বর || ফামু খান


সমস্ত মিনার য্যানো স্তন হয়ে আছে, 
সমস্ত গগনবিহারী হারি পাখি 
একলাই বোধ করতে পারে 
জ্বলে নিভে জ্বলে তোমার স্তনমিনার 
তাকায়ে দেখি দেখে সবাই;
এখনো সে রাতের মধ্যে ঘোর কেটে যায় 
হাফ চাঁদ উঠছে পূর্ণিমা হবে বলে। 
নড়েচড়ে বসে থাকে কোণঠাসা পাখি 
পাখনা ছেড়া পালক তার রবীন্দ্র সা পা ধা নি সা'র ভিরে। 
নিয়তির যার কোলে তুমি বসে থাকো পহেলা খোড়াগের তরে 
এক্টা ছোট্ট পাখি যেমন ছিলো আগে মাখনের তরে 
তেমনই হয়ে যাক সে - সে তেমনই হয়ে যাক পথের শেষে।


লেখক সংক্ষেপ : 
কবি ফামু খান ১৯৯৫ সালের ৩ আগষ্টে জন্মগ্রহণ করেন। তিনি নিজের সম্পর্কে লিখেছেন - ❝ছোট বেলা থেকেই নিজেকে জানার পিপাশায় আর বড় হয়ে উঠা হলো না।❞ তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে - 'নিষ্কাম সত্যের মানুষ', 'চুপভাষী' ও 'পরগাছা'।


কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন