কবিতা                  :          পাপিষ্ঠ ঈশ্বর
কবি                     :          শিমুল চৌধুরী ধ্রুব
কাব্যগ্রন্থ             :          
প্রকাশকাল        :           
রচনাকাল         :          ২৮ মে, ২০২২/ পতেঙ্গা, চট্টগ্রাম

বহুল পরিচিত কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুবর “পাপিষ্ঠ ঈশ্বর” শিরোনামের এই কবিতাটি এবস্ট্রাকট ফর্মে লেখা। এর ভাবধারা সম্মানিত পাঠকদের উপর ছেড়ে দেয়া হয়েছে। এই কবিতাটি ২০২২ সালের ২৮ মে চট্টগ্রাম জেলার পতেঙ্গায় বসে লিখেছেন তিনি। 
পাপিষ্ঠ ঈশ্বর || শিমুল চৌধুরী ধ্রুব
পাপিষ্ঠ ঈশ্বর || শিমুল চৌধুরী ধ্রুব

পাপিষ্ঠ ঈশ্বর || শিমুল চৌধুরী ধ্রুব


অভিমানী সকালে গরম চায়ে ঝাপ দিয়েছিল তেলাপোকা 
নিকটতম বৃষ্টির আহবানে প্রাণ ছেড়ে বেঁচে গেলো ছত্রাক
ঠোঁটেমাখা বিষাদ কফির পেয়ালায় পান করছে জননসুধা
মৃত্যু-ক্ষুধারা কখনো পায়নি ধোয়া ওঠা সাদা ভাতের স্বাদ 

অকালেই ঝরে গেলো অষ্টাদশীর সুডৌল কসুমবৃন্ত
এখানে কাগুজে নোটে খচিত বাল্যকালের আদর্শলিপি 
যে যেভাবে পারো, যতো খুশি নিয়ে নাও
কয়েক পেগ ঘোর লাগা সন্ধ্যা ঢেলে নাও পাকস্থলীতে

অমাবস্যার দুপুরে ধরতে পারো বাজি নির্দিষ্ট কোনো ছকে
কাঁটাতারের দেয়ালে যত রক্ত, সেখানে হেরে যাওয়ার শঙ্কা কম!
গচ্ছিত সিন্দুকে রেখেছি মহিনের ঘোড়া গুলির পায়ের ছাপ
ওহে পাপিষ্ঠ ঈশ্বর, আমাকেও দিও কিছু পাপ তেলাপোকাদের মতন 

লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন