কবিতা                 :          অভিশাপ
কবি                    :          বীথি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ               :          
প্রকাশকাল            :          
রচনাকাল             :          

জনপ্রিয় কবি বীথি চট্টোপাধ্যায়ের “অভিশাপ” শিরোনামের এই কবিতাটিতে তিনি খুব নিপুণভাবে একজন নারীর প্রেম ও বিরহের অনুভূতিকে তুলে ধরেছেন। অনেকাংশে এটিকে নারীবাদী কবিতা হিসেবে ধরা হয়। তবে এ লেখার সময় ও অবস্থান এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
অভিশাপ || বীথি চট্টোপাধ্যায়
অভিশাপ || বীথি চট্টোপাধ্যায়


অভিশাপ || বীথি চট্টোপাধ্যায়


স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেই বউকে বুকে জড়িয়ে ধরবে
তখন তোমার ভীষণভাবে আমার কথাই মনে পড়বে।
আমার বুকের কলহাস্য এবং নিছক বুকের স্পর্শ—
আমার রূপের টুকরো টুকরো অনুষঙ্গ,
হাতের নরম আঙুলগুলো তোমার চুলে খেলা করবে।

এসব কথা বাড়িয়ে বলা একদমই নয়
যখন তুমি আমায় নিয়ে জড়িয়ে ছিলে
তখন থেকেই আমার ভুরু, চিবুকের ডৌল,
শাড়িতে ঢাকা পায়ের পাতা, বিঝতে পারলো
অন্যকোনও মেয়ের সঙ্গে শুয়ে থাকলেও . . .

পাপের মতো এসব কথা শোনায় যেন
কেমন করে পাপের গতি ভয় হারালো?
পাপও এত পবিত্র হয়! জানা ছিল না।
সে যাই হোক, এবার তুমি যে মুহূর্তেই
প্রেমে পড়বে, তক্ষুনি ঠিক এমনভাবে
আমার কথাই মনে পড়বে।

লেখক সংক্ষেপ : 
১৯৫৭ সালের ১১ই জুন কলকাতায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান কবি বীথি চট্টোপাধ্যায়। তিনি কবি বরানগরের রামেশ্বর বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৭৮ সালে স্নাতক শেষ করেন। এরপর তিনি জীবিকা নির্বাহের প্রয়োজনে সাংবাদিকতা পেশায় মনোনিবেশ করেন। তাঁর প্রথম কবিতা ছাপা হয় জনপ্রিয় দেশ পত্রিকায়। 

কবি বীথি চট্টোপাধ্যায়ের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আগুন রঙা আলপনা”, “বাগান পোশাক”, “একক মেয়েলি সুখ”, “প্রাণাধিকেষু”, “পূর্বপল্লীর রাত্রিবাস”, “একদিন রাতে”, “শ্রেষ্ঠ কবিতা” প্রভৃতি। কবিতা ছাড়াও তিনি অসংখ্য ছোটো গল্প ও উপন্যাস রচনা করেছেন।


কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন