কবিতা : আত্ম প্রবোধ সমাচার
কবি : রুহুল আমিন
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ২৯ জুলাই, ২০২২ ইং
তরুণ লেখিক রুহুল আমিনের “আত্ম প্রবোধ সমাচার” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। এই কবিতাটি তিনি বরিশালের নলছিটির সুগন্ধা নদীর তীরে বসে লিখেছেন। তবে অনবদ্য এ কবিতাটি লেখার প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
আত্ম প্রবোধ সমাচার || রুহুল আমিন |
আত্ম প্রবোধ সমাচার || রুহুল আমিন
তোমার অক্ষমতাই তোমার পাপ
যত দ্রুত তুমি এই মহান সত্য মেনে নিতে পারবে
প্রায়শ্চিত্তের বোঝাও ততটা সহনীয় হবে
তোমার অযোগ্যতার ফাঁক গলে যেসব গ্লানি
তোমাকে গলধঃকরণ করতে হয়, সেসব
নিত্য বদহজম না করে তরল করে নাও
প্রয়োজনে বায়বীয় করে খাও, অভ্যাসে
একদিন দেখো ঠিকই মানিয়ে যাবে
তোমার লাগামহীন স্বাধীনতা দানের উৎসব শেষে
নিজেকে বিকিয়ে দিলেই কিন্তু আর সেভাবে
উচাটন লাগবে না, ভাসাভাসা করে অনুভূতিগুলো
এড়িয়ে যেতে শেখো, কিছুটা নিঃশ্বাস নিতে পারবে
তোমার লেলিহান জিহবায় আংটা আঁটো, উপেক্ষা
করতে শেখো ইচ্ছেমাফিক, যা কিছু অসহ্য অসহনীয়
অথবা প্রবল কামনীয়
দেখবে ধীরে ধীরে সবই ফিঁকে হয়ে আসবে
বোধবুদ্ধি হয় মহান মাত্রায় উন্নিত করো, কিংবা
পদতলে গুঁজে রাখো, ভুলেও সাধারণের মাত্রায়
ঘোরাঘুরি করো না, তবেই মস্তিষ্কের ব্যবহারে
আরাম হবে, ঠিকই চাহিদামত বেঁচে যাবে
অস্বাভাবিক বলে কিছু নেই
অনিয়ম বলেও কিছু নেই
দৃঢ় বন্ধন, তুমুল ভালোবাসা, শুধুই আমার বা তোমার
বলেও কিছু নেই, আছে যা কিছু- তার নাম
টিকে থাকা, হোক সে যেনতেন ভাবেই
এই যেনতেন ভাবে, গা ছাড়া হয়ে দেখো
ভারী আরাম লাগবে
যতটা তুচ্ছ, ক্ষুদ্র তুমি, তারও বেশী নিজেকে অপাংক্তেয়
ভেবে নিলে, প্রত্যাশার পারদ নামিয়ে
প্রতি মুহুর্তে প্রত্যাখ্যান কামনা করে দেখো
নিশ্চিতভাবে অস্বস্তি হ্রাস পাবে
যা ঘটছে, এবং ঘটবে আজকে আর আগামীকাল
কিছুই তোমার আজ্ঞাবহ নয়, বরং তুমিই
ঘটমান দিনমানের একনিষ্ঠ দাস, ভেবে নিলে
নিজের সাথে আর লড়তে হবে না, বিশ্রাম পাবে
স্বার্থপর হতে শেখো, ভাণ অথবা ভণিতা নয়
প্রত্যাশা প্রত্যাহার করে নাও
নিজেকে খেয়ালবন্দী করে রাখো
গুরুত্বপূর্ণভাবে নিজেকে গুরুত্বহীন করে রাখো
নিজেকে উজার করে শূন্য করে রাখো
দৃশ্যমান অদৃশ্য তুমি এবার
কায়দা করে বাঁচতে শেখো।
২৯ জুলাই '২২
১১ঃ৪৪ মিনিট
সুগন্ধা নদীর কূল
নলছিটি
লেখক সংক্ষেপ :
এমনই কোনো এক বছরের নভেম্বর মাসের ৫ তারিখে এই পৃথিবীকে আলো করে এসেছেন কবি রুহুল আমিন। শিক্ষাজীবনে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। কবি রুহুল আমিন বর্তমানে বাংলাদেশের নলছিটিতে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন