কবিতা : নিষিদ্ধ কবিতা অথবা রক্তাক্ত শরীর
কবি : গাজী গোফরান
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ৪ ডিসেম্বর, ২০১৯ইং
তরুণ কবি গাজী গোফরান “নিষিদ্ধ কবিতা অথবা রক্তাক্ত শরীর” শিরোনামের এই কবিতাটি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন। তিনি এই কবিতায় প্রেম ও সাহিত্যের নিগার মেলবন্ধনকে সুন্দর ও পরিচ্ছন্নভাবে উপস্থাপন করেছেন। কবি অনবদ্য এই কবিতাটি ২০১৯ সালের ৪ ডিসেম্বরে লিখেছেন।
![]() |
নিষিদ্ধ কবিতা অথবা রক্তাক্ত শরীর || গাজী গোফরান |
নিষিদ্ধ কবিতা অথবা রক্তাক্ত শরীর || গাজী গোফরান
যুবতী তোমার যৌবন দাও, এখন একটা কবিতা হবে,
ঐ কবিতা আস্তে আস্তে সুরে দাঁড়াবে,গান হবে,
ঐ গানের প্রথমে তোমার মডেল মূর্তি গড়া হবে,
তোমার গোলাপের ভাঁজগুলোকে খুলে দাও,
বাতাসে খানিক তরঙ্গ পাবে,
আর তখন আমার কবিতাটা একটু সূর্যমুখী হেলে,
যুবতী হয়েছ দেড়যুগ ঠেলে,
এখন তুমি ঢেলে দাও, মেলে দাও,
একটু ছুঁয়ে দেখি,
আমার রক্ত জমাট হল কিনা,
কবিতাটা যখন তোমার মাংস খাবে তুমি একটুও নড়ো না,
তখনও ভেব তুমি যুবতী, অতি নরম তুলোয় মোড়ানো,
তোমার হঠাৎ ফুলে ওঠা স্বপ্নটা আমি ধার নিলাম,
কবিতাটার হৃদপিন্ড করে ফেরত দিব,
যুবতী,তোমার যৌবনকে রূপান্তর করি কবিতায়,
কেটে ছেটে বেটে নিই এক এক করে তোমার শরীর থেকে,
এক প্রেমের কবিতা হবে,
কালজয়ী গান হবে,
শুধু তুমি রবে না, তোমার যৌবন কে নিলাম ছন্দ করে,
প্রতিটা পঙতিতে তোমার ঠোঁটের লাল লিপস্টিক লেপ্টে থাকবে,
থাকবে ললাটের চন্দ্রগ্রহন, আর উঁচুনিচু বন্ধুর পথের বাঁক,
তুমি তৈরী হবে প্রণয়ের তারা হতে,
এক রাত্তির ফুলের সাথে বাসী হবে তোমার যৌবনের স্বাদ,
তুমি তখন কবিতা হবে,
একের পর এক ছায়া যুবতী বেশে এসে অপরিচিতা তোমায় বরণ করে নিবে,
তুমি এক রাতের যুবতী, কবিতায় থাকবে কবিতে নও।
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন