Lyrics              :        

Writer              :       অনুপম রায়

Singer             :        অনুপম রায় 

Tune               :        অনুপম রায়

Released        :       



বাড়িয়ে দাও তোমার হাত || অনুপম রায় || Bariye dao tomar haat Lyrics



অনুপম রায় এর জনপ্রিয় একটি গান "বাড়িয়ে দাও তোমার হাত"  জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।




বাড়িয়ে দাও তোমার হাত|| অনুপম রায়  || Bariye dao tomar haat Lyrics


বাড়িয়ে দাও তোমার হাত in Bengali:



বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার আঙুল ধরতে চাই।

বাড়িয়ে দাও,তোমার হাত

আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই

বাড়িয়ে দাও,তোমার হাত

তোমার হাত।


কিভাবে কাঁচের দেয়াল,

যেন আটকে থেকে যায়

কখনো ফুরোয় কথায়।

অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,

ছোঁয়াও আমার মাথায়।

এখন, কৃষ্ণচূড়ার আলো

আমাদের রাস্তা সাজানো

ও…ও….হো…হো…

তোমার পাশেই আমায় পাবে,

তোমার রক্তে বানানো,

বাড়িয়ে দাও,তোমার হাত

আমি আবার তোমার আঙুল ধরতে চাই।

বাড়িয়ে দাও,তোমার হাত

আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই

বাড়িয়ে দাও,তোমার হাত

তোমার হাত।


মনের ভেতর ঘরে,

কিছু পাথর জমানো

ভাঙতে চাইছি যখন।

পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো

হয়তো যাবে তখন।

এখন, কৃষ্ণচূড়ার আলো

আমাদের রাস্তা সাজানো

ও…ও….হো…হো…

তোমার পাশেই আমায় পাবে,

তোমার রক্তে বানানো,

বাড়িয়ে দাও,তোমার হাত

আমি আবার তোমার আঙুল ধরতে চাই।

বাড়িয়ে দাও,তোমার হাত

আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই

বাড়িয়ে দাও,তোমার হাত

তোমার হাত।



Bariye dao tomar haat Song Details:


Song : Bariye dao tomar haat (বাড়িয়ে দাও তোমার হাত)


Singer : অনুপম রায় 

Lyric    : অনুপম রায়

Tune    : অনুপম রায়


 

Bariye dao tomar haat In English :



Bariye dao tomar haat

ami abar tomar angul dhorte chai..

Bariye dao tomar haat

Ami abar tomar pashei haat-te chai..

Bariye dao tomar haat

tomar haat...



Kivabe kacher dewal

jeno atke theke jay

kokhono furoy kothay

Onek sondhey belay

tomar klanto chuler haat

chowao amar mathay

Ekhon krishnachurar aloy

amader rasta sajano

o....o....ho...ho...

Tomar pashei amay pabe

tomar rokte banano

Bariye dao tomar haat

ami abar tomar angul dhorte chai..

Bariye dao tomar haat

ami abar tomar pashei hat-te chai..


Bariye dao tomar haat, tomar haat..

Moner vetor ghore

kichu pathor jomano

bhangte chaichi jokhon

pahar borof thele muhurto golano

hoyto jabe tokhon


Ekhon krishnachurar aloy

amader rasta sajano

o....o....ho...ho...

Tomar pashei amay pabe

tomar rokte banano

Bariye dao tomar haat

ami abar tomar angul dhorte chai..


Bariye dao tomar haat

ami abar tomar pashei hat-te chai..

Bariye dao tomar haat

tomar haat


কবিয়াল


কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন