Lyrics : আকাশের অই মিটি মিটি তারা / Akasher Oi Miti Miti Tara
Writer :
আজিজুর রহমান
Singer :
নাহিদ নিয়াজি
Tune
: মুসলে উদ্দিন
Released :
আকাশের অই মিটি মিটি তারা || আজিজুর রহমান || Akasher Oi Miti Miti Tara Lyrics
বাংলাদেশের সোনালি দিনের সংগীতশিল্পী নাহিদ নিয়াজির গাওয়া ‘আকাশের অই মিটি মিটি তারা’ গানটির লিরিক লিখেছেন আজিজুর রহমান। এই গানের সুর করেছেন মুসলে উদ্দিন। সোনালি দিনের এই
গানটির প্রকাশ কাল জানা যায়নি। জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
আকাশের অই মিটি মিটি তারা || আজিজুর রহমান
Akasher Oi Miti Miti Tara Lyrics
Akasher Oi Miti Miti Tara in Bengali:
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
সেই শেফালীরও সনে চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাথা
আধো লাজে আধো ভয়ে
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনি তো
তুমি কিছু জান নি তো
না বলা না জানার ব্যাথা
রয়ে গেল মনে মনে
জীবনের এই নিভে যাওয়া প্রদীপটুকু নাইবা জ্বলে
নাইবা তুমি এলে
সেই হারানো দিনগুলি
যদি মনে পড়ে
ভুলে যেও ওগো সবই চিরতরে
আমার গোপন ব্যাথা
আমার গোপন ব্যাথা
তুমি কভু জেনো নাকো
আমায় কভু চেয়ো নাগো
না জানা না চাওয়ার কথা
মুছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে
নাইবা তুমি এলে
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
Akasher Oi Miti Miti Tara Song Details:
Song : Akasher Oi Miti Miti Tara (আকাশের অই মিটি মিটি তারা)
Singer : Nahid Niyaji
Lyric : Azizur Rohman
Tune : Mosleh Uddin
Bazar Gorom Lyrics In English :
Akasher Oi Mithi Mithi Tarar Sathe Koibo Kotha
Naiba Tumi ele 2
Tomar Sritir Porosh Vora Osru Niye Ghathbo Mala
Naiba Tumi ele
Sei Shefali Rowshone Chupi Chupi Kotha, Mon Bataone Surer Jaal
Ghatha
[Aadhla Je Adho Hoye]...2
Aadhla Je Adho Hoye
Ami Kichu Bolini to
Tumi Kichu Janoni to
Na Bola Na Janar Betha
Roye Gelo Mone Mone
Jiboner ei Nive Jaoya Prodhipduto
Naiba Jole Naiba Tumi ele
Sei Harano Dinguli Jodi Mone Porhe
Bhule Jeo Ogo Sobie Ciro Tore
Amar Gupon Betha
Amar Gupon Betha
Tumi Kovu Jeno Na Go
Amai Kovu Ceyo Na go
Na Jana, Na Caoyar Kotha
Muche Jave Kon Khhone
Somadhir Pore More, Jhora Bokul Mala
Nai ba Dile, Nai ba Tumi ele
Tomar Sritir Porosh Vora Osru Niye Ghathbo Mala
Naiba Tumi ele
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন