Lyrics : কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
Writer : ফকির সাহেব
Singer : ফকির সাহেব
Album :
Released :
বাংলাদেশের বাউল ঘরানার শিল্পী ফকির সাহেবের ‘কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর’ শিরোনামের এই গানটি তিনি নিজেই লিখেছেন। একটি লাইভ কনসার্টে এই গানটি তিনি এবং তার দল প্রথম পরিবেশন করেছেন। সামাজিক অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ মূলক এই গানটি প্রকাশের নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর || ফকির সাহেব |
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর || ফকির সাহেব
Kuttar Baccha Futfute Sundor Lyrics by Fokir Saheb
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
যদি তারে কারো আদর মন খুলে
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
যদি তারে কারো আদর মন খুলে
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
যদি তারে কারো আদর মন খুলে
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে,
যদি তারে কারো আদর মন খুলে
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে।
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর,
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
দেশে চাউল চোর সভ্যতার
ভাগাড়ে, হাজার প্রাণের লাশ
অন্তরে বন্দরে মিছিমিছি উল্লাস!
সভ্যতার ভাগাড়ে, হাজার প্রাণের লাশ
অন্তরে বন্দরে মিছিমিছি উল্লাস।
কালো কুকুরের গলায় তখন ঘন্টা বাজার জোর
জোর করে যে নিয়ে আসে আনন্দ ময় ভোর,
কালো কুকুরের গলায় তখন ঘন্টা বাজার জোর
জোর করে যে নিয়ে আসে আনন্দ ময় ভোর।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
যদি তারে কারো আদর মন খুলে,
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে!
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর,
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর,
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
দেশে চাউল চোর, দেশের তেল চোর,
দেশের নুন চোর, দেশের মন চোর,
দেশের প্রাণ চোর ,দেশের মাটি চোর
দেশের মানুষ, চোর সব,
চোর চোর চোর চোর।
চোরদের সমাবেশে ঘেউ ঘেউ করে,
চোরদের সমাবেশে ঘেউ ঘেউ করে।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর,
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
যদি তারে কারো আদর মন খুলে
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর,
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
যদি তারে কারো আদর মন খুলে
আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে।
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর
হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর।
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর,
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
written by - kuasha murkha
উত্তরমুছুনwriter: kusha murkha (satya ranjan rakhit)
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন