Lyrics              :        এই অবেলায় / Ei Obelay
Writer              :        জিয়াউর রহমান
Singer             :        শেখ ইসতিয়াক
Band               :         শিরোনামহীন
Album             :        
Released        :        

বাংলাদেশের বিখ্যাত রক ব্যান্ড শিরোনামহীনের ‘এই অবেলায়’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন বিশিষ্ট গীতিকার ও ব্যান্ড ম্যানেজার জিয়াউর রহমান। এই গানে প্রধান কন্ঠদাতা হচ্ছেন ব্যান্ডের ভোকালিস্ট শেখ ইসতিয়াক। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।


এই অবেলায় || শিরোনামহীন

Ei Obelay Lyrics / এই অবেলায় লিরিক্স

Ei Obelay Lyrics in Bengali:


ডায়লগঃ
আকাশে কখনো অনেক ফানুস
একসাথে উড়তে দেখেছেন?
কি ভালো লাগে না দেখতে!
মনে হয় হাসিমুখে মানুষের সোল উড়ছে


লিরিক্সঃ
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।


ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।

Ei Obelay Lyrics (এই অবেলায় লিরিক্স) Shironamhin Band Song

Ei Obelay Song Details:


Song : Ei Obelay
Band : Shironamhin
Singer : Sheikh Ishtiaque
Tune : kazy Ahmad Shafin
Lyrics : Ziaur Rahman
Sound engineer : Shafiqul Islam
Video Direction : Mir Shariful Karim Srabon
DOP : Saqeeb Niloy
Editing & Color Grading : Mostafa Prokash
Band Members: Ziaur Rahman, Kazy Ahmad Shafin, Diat khan, Symon Chowdhury

Ei Obelay Song Lyrics In English:

এই অবেলায় লিরিক্স - শিরোনামহীন :


Ei Obelay Tomari Akashe
Nirob Aposhe Veshe Jay
Sei Vison Sitol Veja Chokh
Kokhono Dekhayni Tomay

Keu Kothao Valo Nei Jeno Sei
Kotokal Ar Hathe Hath Obelay
Kotokal Ar Vul Oboshonno Bikele
Veja Chokh Dekhayni Tomay

Sei Kobekar Violin
Beje Jay Kotodin
Prane Chapa Dheu
Dekheni Ar Keu


Kokhono Ovimaan
Obaddhho Kichutar
Janina Ki Koste Obelay

Tobuo Nirbason
Bashor Sajiye
Thote Chapa Thak Valobasa

Ghume Khawa Megh Kaalo Hoye Jay
Hridoy Jokhon
Eka Eka Sudhu Okarone
Jhore Bristi Emon

Aajo Tai Obaak Ronge Eke Jai
Sada Kalo Rong Makha Manuser
Muhurta Rangai


Vison Kalo Megh
Pure Chai Aabege Aajo Tai
Obak Jochonay
Pora Chokh Tobuo Sajai

Ei Sondhay Duchokh Sagore
Buker Pajore Veshe Jay
Obak Jochonay Lukiye Rekhechi
Veja Chokh Dekhayni Tomay

Ei Obelay Tomari Akashe
Nirob Aposhe Veshe Jay
Sei Vison Sitol Veja Chokh
Kokhono Dekhayni Tomay

Keu Kothao Valo Nei Jeno Sei
Kotokal Ar Hathe Hath Obelay
Kotokal Ar Vul Oboshonno Bikele
Veja Chokh Dekhayni Tomay

Ei Obelay lyrics in Pure English:


In this abyss you are in the sky
Floating in silent compromise
Those very cold wet eyes
Never shown you
Nobody is as good as that
How long and hand in hand abelaya
How long and in the wrong-exhausted afternoon
I didn’t show you wet eyes
That kabekar violin
How long does it last?
Waves suppressed in the soul
No one else saw
Never arrogant, disobedient backsliding
I don’t know what trouble this abelaya
Yet the exile basar decorated
Hold your lips in love
When the heart becomes black in the clouds eating the worms
Alone, it rains only for no reason
Even today I paint in surprising colors
The color of the lantern painted black and white
The same is true today with the burning emotion of the black cloud
I still decorate the burnt eyes in surprise
Two eyes in the sea this evening
Floats in the ribs of the chest
I have hidden it in surprise
I didn’t show you wet eyes
In this abyss you are in the sky
Floating in silent compromise
Those very cold wet eyes
Never shown you
Nobody is as good as that
How long and hand in hand abelaya
How long and in the wrong-exhausted afternoon
I didn’t show you wet eyes


কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

4 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন