Lyrics :
Writer : অনুপম রায়
Singer : অনুপম রায়
Tune : অনুপম রায়
Released :
যে কটা দিন তুমি ছিলে পাশে || অনুপম রায় || Je kota din tumi chile pase Lyrics
অনুপম রায় এর জনপ্রিয় একটি গান "যে কটা দিন তুমি ছিলে পাশে" জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
যে কটা দিন তুমি ছিলে পাশে|| অনুপম রায় || Je kota din tumi chile pase Lyrics
যে কটা দিন তুমি ছিলে পাশে in Bengali:
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই।
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
Je kota din tumi chile pase Song Details:
Song : Je kota din tumi chile pase (যে কটা দিন তুমি ছিলে পাশে)
Singer : অনুপম রায়
Lyric : অনুপম রায়
Tune : অনুপম রায়
Je kota din tumi chile pase In English :
Je kota din tumi chile pase
ketechila naukar pale chokh rekhe,
je kota din tumi chile pase
ketechilo naukara pale chokh rekhe,
amar chokhe thonte gale tumi lege chile..
amar chokhe thonte gale tumi lege chile.
jetuku rod chila lukano megha
bunechilam tomar sale bhalobasa
amar angul hate kandhe tumi lege chile..
amar angul hate kandhe tumi lege chile.
Chintar anuprabesh rejar bledera dhare
bindu bindu mese sindhu srote bare,
mather prante je loka ekala bansira sure
sakal bikel dake emani bhabaghure,
sthaniya sambade tai keui sironame nei.
jebhabe nihsabde pheleche pa
rupaker sahayje arao dure cale gele.
amar alasa jochanate tumi legechile..
amar alasa jochanate tumi legechile.
ketechil naukar pale chokh rekhe,
amar chokhe thonte gale tumi lege chile..
amar chokhe thonte gale tumi lege chile.
amar angul hate kandhe tumi lege chile..
amar angul hate kandhe tumi lege chile.
একটি মন্তব্য পোস্ট করুন