কবিতা                  :          আমি অশ্লীল
কবি                     :          বাদশাহ খালেদ অপু
কাব্যগ্রন্থ                :          
প্রকাশকাল             :          ২৫ জুলাই ২০১৯।
রচনাকাল              :          

কবি বাদশাহ খালেদ অপুর “আমি অশ্লীল” শিরোনামের এই রচনাটি তিনি ২০১৯ সালের ২৫ জুলাই লিখেছেন। এটি তার ফেসবুক থেকে নেওয়া হয়েছে। তবে এ লেখার অবস্থান এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
আমি অশ্লীল || বাদশাহ খালেদ অপু
আমি অশ্লীল || বাদশাহ খালেদ অপু


আমি অশ্লীল || বাদশাহ খালেদ অপু


আঙ্গুলের ডগায়
পাপের আধার
পাপাচার দেহ ভরি,
পাপের স্পর্শ দিয়ে কেবলই
পূণ্য আঁকড়ে ধরি।

গোপন পাপে
মনের বেহেস্ত
হয় যে শ্মশানঘাট,
পাপের জিহ্বা দিয়েই করি
পূণ্যের শ্লোক পাঠ।

যে আমি সকালে
বারবনিতারে
‘মাগি’ বলে দেই গালি,
সে আমি রাতে তাহার বদনে
কামের আগুন জ্বালি।

নারীর চলনে অভিযোগ
দিয়ে গরম করি বায়ু।
গোপন হেরেমে
আবাদ করি
কিশোরীর জরায়ু।

যায় যায় সব রসাতলে যায়
অনাচারে গেল ভরি,
পাপেতে সাজানো
নিয়মে কানুনে
পূণ্য বিচার করি।

যে জঠরে জন্মে কুলীনের ভ্রূণ
শূদ্রও আসে তাতে,
জন্মে বিধাতা
আলাদা করে নি
বিভেদ টানি জাতে।

যে মাটিতে যায়
মুমিনের লাশ
বেশ্যাও ঘুমায় তাতে।
ধরণির বুকে ঘৃণা করে যাই
পূণ্যের অজুহাতে।

যে আগুনে পোড়ে
চন্ডাল দেহ
ব্রাহ্মণও পুড়ে ছাই,
শৌর্যে বীর্য উঁচুতে নীচুতে
ভেদাভেদ করে যাই।

অশ্লীল বলে অন্যের গলে
যখনই পরাই ফাঁসি,
নর্দমার ক্লেদ
গোপনে মনেতে
হাসে বিজয়ের হাসি।

অশালীন আমার চোখের দৃষ্টি
অশ্লীল মনের ভাষা,
অশালীন হাতে
তবু লিখে যাই
শালীনের রায় খাসা।

লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন