উপন্যাস : নয়নে লাগিল নেশা
লেখিকা : মৌসুমি আক্তার মৌ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ২৫ ডিসেম্বর, ২০২২ ইং
লেখিকা মৌসুমি আক্তার মৌ'র “নয়নে লাগিল নেশা” শিরোনামের এই ধারাবাহিক উপন্যাসটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে। ‘কবিয়াল’ পাঠকদের জন্য উপন্যাসটি পর্ব আকারেই প্রকাশিত হল। লেখিকা অনবদ্য এ উপন্যাসটি তার ফেসবুক পেজে ২০২২ সালের ২৫ ডিসেম্বর থেকে লেখা শুরু করেছেন। এই উপন্যাসে গল্পটি সম্পূর্ণ কাল্পনিক।
![]() |
নয়নে লাগিল নেশা || মৌসুমি আক্তার মৌ |
৩৩ তম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন
নয়নে লাগিল নেশা || মৌসুমি আক্তার মৌ (পর্ব - ৩৪)
রাত দুইটা বাজে।প্রিয়তা অন্তর বিছানায় বসে আছে।চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। এক ধ্যানে বসে আছে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে।চোখের কোনো পলক পড়ছেনা।এত ভয়ানক যন্ত্রণা হচ্ছে হৃদয়ের মাঝে কাউকে বুঝাতে পারছেনা।এই যন্ত্রণা যার হয় একমাত্র সেই জানে বেঁচে থাকা কত বেশী যন্ত্রণার।ঠিক ই বধু সেজে বসে আছে অথচ সেই লাল শাড়ি,গা ভর্তি গহনা, দুইহাত ভর্তি মেহেন্দি অথচ যার জন্য এই সাজ সেই মানুষটাই পাল্টে গিয়েছে।যার জন্য এত খুশি,এত আয়োজন সেই মানুষটাই প্রিয়তার জীবন থেকে ছিটকে গিয়েছে।প্রিয়তা আজ অন্তর খাটে বসে আছে।অথচ আজ এই রাতেই শ্রাবণের সাথে বাসর শয্যা হওয়ার কথা ছিল। আজ প্রিয়তার জীবনের সেই খুশির দিনটা হতে পারত যে দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল।ভাগ্যোর নির্মম পরিহাসে জীবন টা তছনছ হয়ে গিয়েছে।
অন্ত নিজের রুমে প্রবেশ করল।দরজায় দাঁড়িয়েই চোখ গেল প্রিয়তার দিকে।সাথে সাথেই বুকটা কেঁপে উঠল তার।এতদিন এই রুমটা তার নিজের ছিল আজ থেকে এই রুমটা তার একার নয়, তার জীবন জীবনের সব কিছুর সাথে জুড়ে গিয়েছে প্রিয়তা।শ্যামবর্ণের লম্বা, স্লিম দেহের অধিকারী, শান্ত চেহারার ছেলেটা দেখতে বেশ সুদর্শন।বিয়ের প্রথম রাতটা প্রতিটা ছেলে-মেয়ের জীবনের ই অনেক কাঙ্ক্ষিত একটি রাত।কিন্তু অন্ত আর প্রিয়তা দুজ'নেই দুর্ভাগা। এই রাতটা দু'জনের জন্যই বিষাদের।অন্ত নিজের অজান্তেই প্রিয়তাকে মনে মনে ভীষণ ভালবেসেছিল।সেই ভালবাসা অনেক গভীর ছিল।কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি।মাঝে মাঝে প্রিয় মানুষ কে পাওয়া টা না পাওয়ার চেয়েও বেশী কষ্ট দেয়।কেননা, নিজের ভালবাসার মানুষ অন্য কারো জন্য কাদছে এ ও কি সহ্য করার মত।অন্ত বিষন্ন মনে পা বাড়াল।সে যেন স্বপ্ন দেখছে।কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি প্রিয়তা তার বউ হবে।আসলে ভাগ্যটাই সব।ভাগ্য অনেক কিছু ম্যাটার করে।
অন্ত নিঃশব্দে প্রিয়তার কাছে এগিয়ে গেল।খাটের কোনায় বসে প্রিয়তার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল,
"আই আম সরি প্রিয়তা।আমি তোমাকে এইভাবে বিয়ে করতে চাইনি কখনো।আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তোমাকে কিছু বলার ভাষা আমার জানা নেই।প্লিজ আর কেদোনা।এভাবে কাদলে আমার কষ্ট হচ্ছে।দুঃখ চিরকাল স্থায়ী নয় প্রিয়তা। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে।"
অন্তর কথায় প্রিয়তা অন্তর দিকে রাগি চোখে তাকালো।অন্তর কোনো কথা সে সহ্য করতে পারছেনা।রাগে সমস্ত শরীর টগবগ করছে।দাঁতে দাঁত চেপে অন্তর গালে জোরে থাপ্পড় মারল।অন্তর শার্টের কলার দুই হাতে টেনে ধরে উত্তেজিত হয়ে বলল, " কি ঠিক হবে হ্যাঁ! কি ঠিক হবে। কে বলেছিল আমাকে বিয়ে করতে। ক্যানো বিয়ে করলেন আমাকে। শ্রাবণ যদি ফিরে আসে আমি কি উত্তর দিবো। কি বলব আমি শ্রাবণ কে? ক্যানো বিয়ে করলেন আমাকে? আমি কিছুতেই মেনে নিতে পারছিনা শ্রাবন এসব করেছে।আমার ভালবাসা মিথ্যা হতে পারেনা।আপনি কোনো চক্রান্ত করেননি তো।আমার শ্রাবণের কোনো ক্ষতি করে আমাকে বিয়ে করেন নি তো।"
অন্ত দুই ঠোঁট চেপে ধরে নিজেকে সামলিয়ে বলল, " শ্রাবণ ফিরে এলে আমি নিজে তোমাকে শ্রাবণের হাতে তুলে দিবো।বিলিভ মি!"
"আমাকে শ্রাবণের হাতে তুলে দিয়ে নিজে হিরো সাজতে চান।আমার মানসিক এই বাজে পরিস্থিতি তে অমানুষের মত আমাকে বিয়ে করলেন ক্যানো?"
"আমি প্রান্তিক ভাই- এর কথা ফেলতে পারিনি প্রিয়তা।"
"কোনদিন আপনাকে আমি ক্ষমা করব না। কোনদিন ও না।ভুলেও আমাকে আপনার বউ ভাববেন না।"
"আমি কি করেছি প্রিয়তা? তুমি কেনো আমাকে ভুল বুঝছো।"
"তাহলে কাকে ভুল বুঝব।কাকে বিশ্বাস করব।কে ভাল আর কে খারাপ কীভাবে বুঝব।"
"সময় তোমাকে আপনজন চেনাবে প্রিয়তা।"বলেই অন্ত প্রিয়তার দুই হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল।মুখ ভারী করে উঠে গেল।সারাদিন ভীষণ ক্লান্ত সে।আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি বের করে সাওয়ারে গেল।প্রিয়তা বিছানায় বসে কাদছে।শ্রাবণের হাসি,কথা বলা,কেয়ার করা সব দু'চোখে ভেষে উঠছে।মস্তিষ্ক স্থির থাকছে না প্রিয়তার।দুই কানে হাতে দিয়ে চেপে ধরে কাদছে।মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যা মানুষের কল্পনার ও বাইরে থাকে।মানুষ যা ভাবেনা তাই ঘটে যায়।অন্ত ওয়ালে হাত বাঁধিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে।প্রিয়তার থাপ্পড়ের শব্দ মিনিটে মিনিটে প্রতিধ্বনি হয়ে তার কানে বেজে উঠছে।এমন সময় কিছু একটার শব্দ হল।শব্দটা কর্ণকুহরে যেতেই অন্ত ওয়াশ রুমের দরজা খুলল তড়িৎ গতিতে।দরজা খুলেই দেখল প্রিয়তা খাটের উপর চেয়ার নিয়ে ফ্যানের সাথে শাড়ির আঁচল পেচিয়ে গলায় দঁড়ি দেওয়ার চেষ্টা করছে।অন্ত রুমে আসতেই প্রিয়তা চেয়ার ফেলে দিল পায়ের নিচ থেকে।দৃশ্যটা অন্তর চোখে যেতেই এক ছুটে গিয়ে প্রিয়তার দুই পা জড়িয়ে ধরে প্রিয়তাকে উঁচু করে ধরল।প্রিয়তাকে ধরে গলা থেকে শাড়ি খুলে কোলে করে নিচে নামিয়ে উত্তেজিত হয়ে বলল,
" পা- গ - ল হয়ে গিয়েছো তুমি? এটা কি করছিলে? আমাকে সারাজীবন অপরাধী বানাতে চাও?এখনি তো খারাপ কিছু হতে পারত।যদি কিছু হয়ে যেত তোমার?"
অন্তর চোখে মুখে প্রিয়তার কিছু হয়ে যাওয়ার ভয়ের অতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে।এতটা উত্তেজিত হয়ে কথা বলছে যেন অন্তর নিজের ই প্রাণ বেরিয়ে যাচ্ছে।
প্রিয়তা কেদে কেদে বলল, "ক্যানো বাঁচালেন আমাকে? কতবার বাঁচাবেন।"
"যতক্ষণ আমি জীবীত আছি ততক্ষণ তোমার কিছু হতে দিচ্ছিনা আমি।আমি প্রান্তিক ভাইকে কথা দিয়েছি তোমাকে অক্ষত রাখব,ভাল রাখব।"
"একটা জীবীত মানুষ কে না হয় বাঁচিয়ে রাখা যায় কিন্তু একটা মৃত মানুষ কে কীভাবে বাঁচাবেন আপনি?আপনার কি মনে হয়না আমি ম'রে গেছি অন্ত ভাইয়া।এত কিছুর পরেও আমার মন আমার আত্মা কীভাবে জীবীত থাকবে।"
"এই মুহূর্তে তোমাকে বোঝানোর মত ক্ষমতা আমার নেই। প্লিজ এক শাড়ি চেঞ্জ করো প্রিয়তা।এই কলঙ্কিত শাড়ি তোমাকে আর পরতে হবেনা।যে শাড়ি তোমার গলার ফাঁসি হতে পারে সেই শাড়ি তোমাকে পরতে হবেনা।চলো শাওয়ার নিবে।মাথা ঠান্ডা হবে।"
প্রিয়তা নিশ্চুপ দাঁড়িয়ে আছে।অন্ত প্রিয়তার হাত ধরে টেনে ওয়াশ রুমে নিয়ে গেল।শাওয়ারের নিচে প্রিয়তাকে দাঁড় করিয়ে দিল।শাওয়ারের পানি আর প্রিয়তার চোখের পানি মিলে -মিশে একাকার হয়ে যাচ্ছে।অন্ত নিজের পোশাক নিয়ে ওয়াশ রুম থেকে বের হয়ে চেঞ্জ করে নিল।প্রিয়তাকে একটা থ্রি পিছ দিয়ে বলল, " এটা পরে নাও।"
প্রিয়তা থ্রী পিছ টা পরে বাইরে বেরিয়ে এল। অন্ত একটা মেডিসিন প্রিয়তার হাতে দিয়ে বলল, " অনেক চোখের পানি ফেলেছো। এটা মাথায় পেইনের ওষুধ খেয়ে নাও।শ্রাবণ যদি ফিরেও আসে তুমি বেঁচে না থাকলে ওর কাছে যাবে কীভাবে?"
প্রিয়তা অন্তর হাত থেকে ওষুধ টা খেয়ে নিল।ওষুধ টা খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল।অন্ত সারারাত প্রিয়তার মুখের দিকে তাকিয়ে চেয়ে রইলো।এক মিনিট ঘুমোলোনা।যদি সে ঘুমোলে প্রিয়তা উঠে একটা এক্সিডেন্ট ঘটায়।তাহলে কি হবে? এসব ভেবে ভেবে রাত কাটিয়ে দিল।
পরের দিন সকাল সাত টায় প্রিয়তার ঘুম ভাঙল।ঘুম ভাঙতেই বুকের মাঝে বাড়ি মেরে উঠল।অসহনীয় ব্যাথায় চিন চিন করে উঠল বুক।রাতের সেই তীব্র ব্যাথা আবার শুরু হল। হঠাত খেয়াল করল বারান্দায় আগুনের লালচে আলো দেখা যাচ্ছে।প্রিয়তা বিছানা ছেড়ে নেমে বারান্দায় গিয়ে দেখল তার বেনারসি আগুনে পুড়ছে।কাল রাতে এই বেনারসি সে বারান্দায় শুকাতে রেখেছিলো।এই বেনারসি টা শ্রাবণ তাকে কিনে দিয়ে বলেছিল, "এই লাল টুকটুকে বেনারসি তে আমি আমার বধুরুপে তোমায় দেখব প্রিয়তা।সেই শুভক্ষণ আর বেশী দূরে নয়।"
আপনার পছন্দের গল্পের নাম কমেন্টে জানান
সবার আগে সব পর্ব পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।
চলবে ...
৩৫ তম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন
মৌসুমি আক্তার মৌ’র গল্প ও উপন্যাস:
- নয়নে লাগিল নেশা
- আরশি
- একটি নির্জন প্রহর চাই
- এক বৃষ্টিস্নাত সন্ধ্যা
- রৌদ্র মেঘের আলাপ
- এক বৃষ্টিস্নাত সন্ধ্যা - ২
- তবুও বর্ষনের অপেক্ষা
- প্রণয়ের আসক্তি
- সংসার
লেখক সংক্ষেপ:
তরুণ লেখিকা মৌসুমি আক্তার মৌ-এর নড়াইলের ছোট্ট শহরে জন্ম আর সেখানেই বেড়ে ওঠা। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে এম.এম. কলেজ থেকে এমবিএ করছেন। এর পাশাপাশি তিনি হেল্থ এন্ড ফ্যামিলি প্ল্যানিং-এ সরকারি চাকরি করছেন নিজ জেলাতেই। লেখিকার ছোটোবেলা থেকেই গল্প, উপন্যাসের বই পড়ার প্রতি প্রবল নেশা ছিল। পরিবার থেকে একাডেমিক বইয়ের বাহিরে অন্য কোনো বই অনুমোদন না থাকায় বন্ধুদের নিকট থেকে বইসংগ্রহ করে পড়তেন। তাঁদের ভয়ে লুকিয়ে লুকিয়ে পড়তেন, এমনকি পাঠ্য বইয়ের ভাঁজে বই নিয়েও পড়তেন। আর বই পড়ার এই নেশা বা প্রেম থেকেই লেখালেখির প্রতি ঝোঁক সৃষ্টি হয়। ফেসবুকে অসংখ্য গল্প, উপন্যাসের পাশাপাশি ছাপাবই ও ইবুক সেক্টরেও তিনি কাজ করছেন। লেখিকার প্রথম বই "তুমি নামক প্রিয় অসুখ" ২০২২ সালে প্রকাশিত হয়। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন