Lyrics              :        বিবাগী ফোন / Bibagi Phone
Writer              :        নীলায়ন
Singer             :        অনির্বাণ ভট্টাচার্য / Anirban Bhattacharya
Music             :        নীলায়ন
Album             :        দিলখুশ (সিনেমা)
Released        :        

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া ‘বিবাগী ফোন’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন বিশিষ্ট গীতিকার নীলায়ন। এই গানের মিউজিক কম্পোজিশনও গীতিকার নিজেই করেছেন। জনপ্রিয় এই গানটি ‘দিলখুশ’ সিনেমার জন্য নির্মাণ করা হয়েছে। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
Bibagi Phone Lyrics / বিবাগী ফোন লিরিক্স
Bibagi Phone Lyrics / বিবাগী ফোন লিরিক্স


বিবাগী ফোন || অনির্বাণ ভট্টাচার্য 

Bibagi Phone Lyrics / বিবাগী ফোন লিরিক্স

Bibagi Phone in Bengali:


বিবাগী ফোন তোমাকে চায় 
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারি দায় 
বলো তোমায় পাবো কোথায় ?

বিবাগী ফোন তোমাকে চায় 
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারই দায় 
বলো তোমায় পাবো কোথায় ?

তোমাকে চায়
ওই একঘেঁয়ে ক্যাফে গিটারের সুর,
কংক্রিট ভিড় 
বিদ্রোহে জিতে যাওয়া সেই পুকুর,
সবাই তোমাকে চায়,
বলো তোমায় পাবো কোথায় ?

বিবাগী ফোন তোমাকে চায় 
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারি দায় 
বলো তোমায় পাবো কোথায় ?

খুঁজি তোমায় ভোরের অ্যালার্মে
সিনেমা হলের সিটের আরামে,
গরম দিনের ঠান্ডা জলে 
বা থাকো, সরকারী কোনো নোটিস খামে। 

প্রথম ক্যাসেট, তোমাকে চায় 
শেষ অসুখ তোমাকে চায়,
কতবার ভেবেছি হায় 
বলো তোমায় পাবো কোথায় ?

বিবাগী ফোন তোমাকে চায় 
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারি দায় 
বল তোমায় পাবো কোথায় ?

তোমাকে চায় 
সেই প্রথম ভালোলাগা প্রেমের গান,
সবার চোখে 
শুধু তোমায় খুঁজে পাওয়ার অভিযান,
সবাই তোমাকে চায় 
বলো তোমায় পাবো কোথায় ?

বিবাগী রোদ তোমাকে চায় 
জোৎস্না রাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারই দায় 
বল তোমায় পাবো কোথায় ?

Bibagi Phone Song Details:


Song : Bibagi Phone
Singer : Anirban Bhattacharya 
Tune : Nilayan Chatterjee
Music: Nilayan Chatterjee
Lyrics : Nilayan Chatterjee
Violins : Oindra Kr Dutta
Guitars and Bass : Sugato Palodhi
Keyboard : Soumyadeep Basak
Album : Dilkhush (Movie)
Music Label: SVF


Bibagi Phone Lyrics In English :


Bibagi phone tomake chaay 
Sob ojuhaat tomake chaay
Dekha deowa tomari daay
Bolo tomay pabo kothay

TOmake chaay
Oi ekgheye cafe gitar er sur
Concrit bhir
Bidrohe jitey jaowa sei pukur
Sobai tomake chay
Bolo tomay pabo kothay

Khuji tomar bhorer alarm e
Cinema hall er sit er arame
Gorom dine thanda jole
Ba thako sorkari kono notice khame

Prothom casat tomake chaay
Shesh oshukh tomake chaay
Kotobar vebechi haay
Bolo tomay pabo kothay

Tomake chaay
Se prothom valo laga premer gaan
Sobar chokhe
Shudhu tomay khuje paowar obhijaan
Sobai tomake chay
Bolo tomay pabo kothay

Bibagi rod tomake chaay
Jotsna raat tomake chaay
Dekha dewa tomari daay
Bolo tomay pabo kothay


Bibagi Phone Lyrics by Anirban Bhattacharya from Dilkhush Bengali Movie. Music Composed by And Bibagi Phone Lyrics Written by Nilayan Chatterjee. Arrangement and Programming by Soumyadeep Subhadeep. Starring Madhumita Sarcar, Soham Majumdar, Aparajita Adhya, Kharaj Mukherjee, Paran Bandopadhyay, Ujan Chatterjee, Anusua Majumder, Aishwarya Sen, Ananya Sen And Others.

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন