কবিতা : যদি তুমি চাও
কবি : স্বাতী নক্ষত্র
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ লেখিকা স্বাতী নক্ষত্রর “যদি তুমি চাও” কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তিনি এটি ২০২৫ সালের এপ্রিলের কোনো এক সন্ধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন।
যদি তুমি চাও || স্বাতী নক্ষত্র
আমি তোমার জন্যে ঝর্ণা হতে পারি,
ধুঁয়ে মুছে তোমায় স্বচ্ছ করে দিতে পারি,
মাঝে মাঝে বুকে রাখা পাথরে
কান পেতে কান্না শুনতে পারি
অবশ্য...যদি তুমি চাও!
যদি তুমি অনুমতি দাও
বুকে কান পেতে পাথরের কথা শোনার
তবে আমি ঝর্ণা হবো,
তোমায় জুড়ে বইতে থাকবো!
শেকড় জুড়ে যেসব লতার বাস
আমি সেই পরজীবি।
তোমার গাছের শেকড় জড়িয়ে
দেখো কেমন পড়ে আছি!
তোমার দীর্ঘশ্বাসে অঙ্কের মতো বাঁচি।
যেতে চাইলে যেতেই পারি কিন্তু কেনো যাবো?
এখনো যে তোমায় সহস্রাধিক চুমু খাওয়া বাকী!
তাই আমি তোমার ঝর্ণা হতে চাই।
অবশ্য... যদি তুমি চাও!
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান
যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।
লেখক সংক্ষেপ:
কোন এক বছরের অক্টোবরের ১৩ তারিখে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তরুণ কবি স্বাতী নক্ষত্র। তিনি স্কুল শিক্ষিকা মা ও ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে মুক্তচিন্তার মানুষ। নক্ষত্র অবসর সময়ে লিখতে ও গাইতে ভালোবাসেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন