কবিতা : মুক্তবন্দী
কবি : স্বাতী নক্ষত্র
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ২৩ এপ্রিল, ২০২৫
তরুণ লেখিকা স্বাতী নক্ষত্রর “মুক্তবন্দী” কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তিনি এটি ২০২৫ সালের ২৩ এপ্রিল লিখেছেন।
মুক্তবন্দী || স্বাতী নক্ষত্র
রক্তবর্ণ চাদরে ঢাকা তোমার মুখ,
চোখে ভয় ও বেদনার মিশ্র সুখ,
আর পাতায় ইতিহাস জমে হারানো স্মৃতির ছায়া।
তুমি কী অভিশপ্ত নাকি দৃঢ় প্রতিজ্ঞ?
কেউ কী উত্তর জানে?
তুমি কী কাঁদো নাকি ক্রোধের অনলে পোড়ো?
আঁধারে দেখি রয়ে রয়ে জাগো,
কবিতার ছায়ায় নীরবে নিজেকে মেলো।
তুমি কী তন্ত্রের সবুজ আভা নাকি দুঃখের নীল আলো?
একচিলতে আলো এসে থামে জানালার কাঁচে,
ভীষণ থরথর আলো!
কেনো আত্মগ্লানিতে ভুগতে ভুগতে বারে বারে যাও নির্বাসনে,বলো?
অপেক্ষা নাকি প্রায়শ্চিত্ত?
তোমার পায়ে শিকলের শব্দ কেনো?
তুমি মুক্ত তবু বন্দী,
ওরা বলেছে - "তোমায় স্বাধীনতা দিলাম।"
যে স্বাধীনতা কেউ দিতে হয় তার নাম তো রসিকতা!
বন্দী তুমি সংসার,সমাজ পরিচয় আর যুগান্তরের প্রাচীন রীতির জালে,
সকল ট্যাবু ভেঙ্গে চড় মারো নোংরা রীতির গালে।
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান
যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।
লেখক সংক্ষেপ:
কোন এক বছরের অক্টোবরের ১৩ তারিখে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তরুণ কবি স্বাতী নক্ষত্র। তিনি স্কুল শিক্ষিকা মা ও ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে মুক্তচিন্তার মানুষ। নক্ষত্র অবসর সময়ে লিখতে ও গাইতে ভালোবাসেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন