কবিতা          :         
কবি              :         স্বাতী নক্ষত্র
গ্রন্থ               :        
প্রকাশকাল   :         
রচনাকাল     :         

নক্ষত্র’র কবিতা
নক্ষত্র’র কবিতা


নক্ষত্র’র কবিতা

দূরত্বে থাকার ইচ্ছেয় তুমি অজুহাতের পথে হাঁটলে—
খুঁজে পেলে নীরবতার অজুহাত —
তাই আমিও তোমার দূরত্বের পথ মসৃণ করলাম।
আমি নীরব থাকা শিখে গেলাম।
আমি সরে যেতে থাকলাম।
আমাদের মাঝে তৈরী হলো অদৃশ্য মস্ত দেয়াল। তারপর-
এক প্রান্তে আমি আর অপর প্রান্তে তুমি।
যদি তোমার অপর প্রান্তের এই আমার আহাজারি তুমি বুঝতে তবে-
তবে দেয়াল না ভেঙ্গে থাকতেই পারতে না!

তুমি হয়তো ভেবেছো জয়ী হয়েছো,
কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা
তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে।
তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে,
কিন্তু নীরবতা তখন আর থেমে থাকবে না।
ঘুণ ধরবে তোমার মগজে,শরীরে।
তুমি কুঁকড়ে যেতে থাকবে।

তোমার উপরে অভিমান জন্মানো অন্যায়।
 অধিকার তো আমার নেই!
তবুও আমি আশায় থাকি
তুমি আমার মাথায় হাত রেখে বলবে-
"দেখো,আমি আছি।
বোকা মেয়ে আমি তোমায় ভালোবাসি।"

কিন্তু দেখো, নীরবতার অজুহাত__দূরত্ব তোমায় টানছে খুব।
তোমার অজুহাত পোক্ত করতে আমি খসে পড়লাম।
যে আকাশে আমার জন্যে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়
সে আকাশে আমি থাকবো কেনো?

বলবো না কাছে থাকো—
বলবো তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও
যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদঘুটে গন্ধ
তোমার নাকে না পৌঁছোয়।

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান

যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।



লেখক সংক্ষেপ:
কোন এক বছরের অক্টোবরের ১৩ তারিখে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তরুণ কবি স্বাতী নক্ষত্র। তিনি স্কুল শিক্ষিকা মা ও ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে মুক্তচিন্তার মানুষ। নক্ষত্র অবসর সময়ে লিখতে ও গাইতে ভালোবাসেন। 

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন