![]() |
| অভিবাদন || পপি পারমিতা |
অভিবাদন || পপি পারমিতা
আমি পাইনি তোমাকে..
তুমি পেয়ে গেছ আমাকে
তোমায় অভিবাধন।
সহস্র কোটি তারায় খচিত আজ
রাতের মতোন তোমার আঁধার বদন।
বুকের খাঁচায় যে হৃদয় থাকে
এসো, রাখো চুম -
তোমায় নিয়ে অজুত কোটি নিজুত রাত
আমার কাটুক নির্ঘুম।
তুমি পেয়ে গেছ আমাকে
তোমায় অভিবাধন।
সহস্র কোটি তারায় খচিত আজ
রাতের মতোন তোমার আঁধার বদন।
বুকের খাঁচায় যে হৃদয় থাকে
এসো, রাখো চুম -
তোমায় নিয়ে অজুত কোটি নিজুত রাত
আমার কাটুক নির্ঘুম।
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন