কবিতা          :         চুল কাটা
কবি              :         মাহমুদ সাজেদিন
গ্রন্থ               :        
প্রকাশকাল   :         
রচনাকাল     :         


মাহমুদ সাজেদিনের কবিতা Kobiyal
মাহমুদ সাজেদিনের কবিতা

চুল কাটা || মাহমুদ সাজেদিন


ঘোর হয়ে আছে তবু সিরাজ ছাতি নিয়ে বাইরে বের হল। ঘন্টা খানিকের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হতে হবে। ঢাকার জ্যামের মা বাপ নাই। কখন শুরু হয়ে যাবে কতক্ষন থাকবে কিছুই বলা যায় না।

জার্মানীতে চুল কাটাতে অনেক ইউরো লাগে। ছয় মাস ধরে চুল কাটে নি দেশে গিয়ে কাটবে বলে। আসার পর থেকে সুযোগ খুঁজছে কিন্তু সময় বার করতে পারে নি।
বারো বছর পর প্রথম দেশে এল, কত কাজ জমে ছিল! তার উপর দাওয়াতের দাপট!
আসে পাশের সব সেলুন বন্ধ, হাঁটতে হাঁটতে অনেকটা দুরে চলে এসেছে। ভাবছিল ফিরে যাবে এসময় অর্ধেক ঝাপি খোলা একটা দোকান চোখে পড়লো।
থাইএর দরজা ঠেলে ভিতরে ঢুকলো। একজন লোক মুখে মাস্ক পড়ে পেপার পড়ছে। সিরাজ গলা খাকরি দিয়ে দৃষ্টি আকর্ষনের চেষ্টা করলো।
লোকটা মুখ না তুলেই বলল, কি চাই?
“চুল কাটাবো।”
“দেরী হবে, স্টাফরা কেউ আসে নি। ওয়েদার দেখছেন না?”
“আমার খুব জরুরী। কিছুক্ষনের মধ্যে এয়ারপোর্ট যেতে হবে। আমি ডাবল টাকা দেব যদি কাওকে ডেকে আনা যায়!”
“কেউ আসবে না।
আপনি চাইলে আমি কেটে দিতে পারি। এক সময় আমি কাটতাম। অনেক দিন কাটিনা। ক্যাশে বসি, বেতন দিয়ে নাপিত রেখে দিয়েছি!”
সিরাজ কিছুক্ষন কি যেন ভাবলো।
“আচ্ছা আপনি কেটে দেন।”

লোকটা বেশ এক্সপার্টের মত কাচি চালাচ্ছে! মাঝে মাঝে ঘাড়টা টিপে দিচ্ছে, সিরাজের চোখ বন্ধ হয়ে আসছে।
ঝাকুনি দিয়ে ঘুম ভাংলো।

নাপিতের মুখে মাস্ক নেই, ওর গলা বরাবর একটা ছুড়ি ধরে আছে, মিটিমিটি হাসছে।

চেহাড়াটা চেনা চেনা, উজ্জ্বল!
দুজনের এক সাথে জার্মানী যাবার কথা ছিল। এক সাথে ব্যাংক থেকে ডলার কিনেছিল। তারপর

বারো বছর আগে, দাওয়াতে নেবার নাম করে বসুন্ধারার ভিতর কাশবনে হত্যা করে ফেলে রেখে ডলার গুলো কেড়ে নিয়েছিল!

আজ ছুরি চালাতে উজ্জ্বলেরো হাত কাঁপেনি!

আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

মাহমুদ সাজেদিন’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
  • ঈশ্বর চন্দ্রের বঙ্গদর্শন
  • বানুস সিক্রেট
  • ডেক্সটাকার্ডিয়া ও ৯৯ টি কবিতা
  • বেনিফিট অব ডাউট


লেখক সংক্ষেপ:
মাহমুদ সাজেদিন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ, এবং পাশাপাশি একজন পরিচিত লেখক হিসেবেও সুপরিচিত। ডাঃ মাহমুদ সাজেদিন বাংলাদেশের চিকিৎসা ও সাহিত্য উভয় জগতেই নিজের অবদান রেখেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের অর্থোডন্টিকস (দাঁতের ব্রেস ও সারিবদ্ধকরণ বিদ্যা) বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং এফসিপিএস (FCPS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা ও চিকিৎসা সেবার পাশাপাশি তিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সাথেও যুক্ত। চিকিৎসার ব্যস্ততার বাইরে তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি মূলত বাংলা ভাষায় কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেন। ইতোমধ্যে তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে যা পাঠকদের কাছে বেশ সমাদৃত।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন